• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

ফ্ল্যামেঙ্গোকে কাঁদিয়ে বিশ্বসেরা ক্লাবের মর্যাদার শিরোপা জিতলো পিএসজি

প্রকাশিত: ১৩:২৫, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:২৫, ১৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ফ্ল্যামেঙ্গোকে কাঁদিয়ে বিশ্বসেরা ক্লাবের মর্যাদার শিরোপা জিতলো পিএসজি

ফ্ল্যামেঙ্গোর স্বপ্ন গুড়িয়ে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতলো পিএসজি। মর্যাদা পেলো বিশ্বের সেরা ক্লাবের। বুধবার রাতে শিরোপার ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা। 

কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে আধিপত্য নেওয়া পিএসজি ৩৮ মিনিটে ফ্ল্যামেঙ্গোর জালে বল পাঠায়। ডান দিক থেকে দিজিরে দুয়ের শট গোলরক্ষক ঝাঁপিয়ে আটকালেও গোলমুখে ছুটে যাওয়া খাভিচা কাভারাৎসখেলিয়া প্রথম ছোঁয়ায় বল জালে জড়ান। ৬২ মিনিটে সমতায় ফেরে ফ্ল্যামেঙ্গো। পিএসজি ডিফেন্ডার মার্কিনিয়োসের ফাউল থেকে পাওয়া পেনাল্টিতে সফল স্পট কিক নেন জর্জিনিয়ো। 

সপ্তাহ দুয়েক আগে চার দিনের ব্যবধানে কোপা লিবের্তাদোরেস ও ব্রাজিলিয়ান সেরি-এ লিগজয়ী দলটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের সব প্রচেষ্টা রুখে দিয়ে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায়। নিজেদের প্রথম শটে দুই দলই গোল পায়। এরপর পিএসজির রুশ গোলরক্ষক মাতভেই সাফানভ অবিশ্বাস্য দৃঢ়তায় একে একে চারটি শট ঠেকিয়ে দলকে ২-১ ব্যবধানে টাইব্রেকার জেতান। 

পিএসজির ফিফা বর্ষসেরা ফুটবলার উসমান দেম্বেলের শট মিস হলেও নুনে মেন্দেস সফল হন। ফরাসি সুপার কাপ দিয়ে বছর শুরু করা লুইস এনরিকের দল ফরাসি কাপ, ফরাসি লিগ ওয়ান ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ দিয়ে ২০২৫ সাল শেষ করলো। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2