আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা ম্যাচ কাতারের লুসাইল স্টেডিয়ামে
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বহুল আলোচিত ‘ফিনালিসিমা’ লড়াই হবে ২০২৬ সালের ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন এক যৌথ বিবৃতিতে বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে।
এবারের 'ফিনালিসিমা' আর্জেন্টিনার জন্য স্মরণীয় এক মাঠে প্রত্যাবর্তনের ম্যাচ হতে যাচ্ছে। যেখানে ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে লিওনেল মেসির দল জিতেছিলো তাদের তৃতীয় বিশ্বকাপ। ইউরোপ ও দক্ষিণ আমেরিকা মহাদেশের দুই চ্যাম্পিয়নের সবশেষ 'ফিনালিসিমা' হয়েছিলো ২০২২ সালে।
সেবার ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিলো মেসির আর্জেন্টিনা। ২০২৪ সালে কোপা আমেরিকা জিতে আবারও 'ফিনালিসিমা' খেলার সুযোগ পেয়েছে মেসির দল। একই বছর ইউরো জিতে স্পেন এই যোগ্যতা অর্জন করেছে।
ফিফা র্যাংকিংয়ে স্পেন এখন এক নম্বরে, আর্জেন্টিনা রয়েছে দুইয়ে। দুই দলের দুই শীর্ষ মুখ বার্সেলোনার অতীত মেসি এবং বর্তমান লামিনে ইয়ামাল। আগামী বছর মার্চের শেষ সপ্তাহে 'ফিনালিসিমা' খেলার আড়াই মাস পর যুক্তরাষ্ট্র–কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া ফিফা বিশ্বকাপে নামবে দুই দল।
স্পেন ‘এইচ’ গ্রুপে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দের সঙ্গে; বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে লড়বে।
বিভি/এজেড




মন্তব্য করুন: