• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

থেমে গেল টাইগার যুবাদের শিরোপার মিশন, ফাইনালে পাকিস্তান

প্রকাশিত: ১৯:৩৩, ১৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
থেমে গেল টাইগার যুবাদের শিরোপার মিশন, ফাইনালে পাকিস্তান

যুব এশিয়া কাপে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ বাংলাদেশের। বিদায় নিলো সেমিফাইনাল থেকে। বৃষ্টিতে বাধাগ্রস্থ ম্যাচে তাদের হারিয়ে ফাইনালে পাকিস্তান। ৮ উইকেটে জয় পায় ফারহান ইউসুফের দল। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় খেলা শুরু হয় নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর। ৫০ ওভার ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ২৭ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেও বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি টাইগার যুবারা।

ওপেনার রিফাত বেগ ১৪ রানে আউট হন। পাকিস্তানের বোলিংয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। সাজঘরে ফেরার মিছিলে অধিনায়ক আজিজুল হাকিম ২০ ও সামিউন বশির ৩৩ এ আউট হন। দুই অংকের রান আসেনি আর কারো ব্যাট থেকে। ১২১ রানে অলআউট হয় বাংলাদেশ। আব্দুল সুবহানের শিকার ৪ উইকেট। হুজাইফা আহসান নেন দুটি। 

১২২ রানের টার্গেটে হামজা জাহুরের উইকেট হারিয়ে শুরুতে ধাক্কা খায় পাকিস্তান। তবে সামির মিনহাস ও উসমান খানের আগ্রাসি ব্যাটিংয়ে বাড়তে রানের গতি। ২৭ করে আউট হন উসমান। হাফসেঞ্চুরি পুর্ণ করে দলকে জয়ের দিকে এগিয়ে নেন সামির। দু'বারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে হতাশ করে ১৭ ওভারেই জয় তুলে নেয় পাকিস্তান। ৬৯এ নটআউট থাকেন সামির। 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে একবারই শিরোপা জিতেছে পাকিস্তান। তাদের সামনে দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ। ফাইনালে প্রতিপক্ষ রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারত। অন্য সেমিতে শ্রীলংকাকে হারায় তারা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2