• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

কিপ্টে বোলিংয়ের পর পেলেন উইকেটও, কোয়ালিফায়ারে সাকিবের দল

প্রকাশিত: ১৬:২৭, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
কিপ্টে বোলিংয়ের পর পেলেন উইকেটও, কোয়ালিফায়ারে সাকিবের দল

বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট। পরে আর কোনো উইকেট না পেলেও, চার ওভারে দারুণ বোলিং করলেন সাকিব আল হাসান। আবুধাবিতে শনিবার দুবাই ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে ডেজার্ট ভাইপার্সের প্রতিপক্ষ হয়েছে সাকিবদের এমআই এমিরেটস। 

দুবাই ক্যাপিটালসের বিপক্ষে চার ওভারে স্রেফ ১১ রান দিয়ে একটি উইকেট নেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের ২৪ বলের ১৫টিতে আসেনি কোনো রান। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং নেওয়া এমিরেটস অধিনায়ক কাইরন পোলার্ড পঞ্চম ওভারে বল তুলে দেন সাকিবের হাতে। 

আক্রমণে এসেই শায়ান জাহাঙ্গিরকে ফিরিয়ে ২৬ রানের শুরুর জুটি ভাঙেন বাঁ-হাতি এই স্পিনিং অলরাউন্ডার। নিজের প্রথম ওভারে ২ রান দিয়ে উইকেটটি দখলে নেন সাকিব। নিজের পরের ওভারে চার সিঙ্গেল, টানা স্পেলে তৃতীয় ওভারে ১ রান আর কোটার শেষ ওভারে ৪ রান দিয়ে আর কোনো উইকেট পাননি সাকিব।

ক্যাপিটালস ধুঁকতে ধুঁকতে ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান করতে পারে। মোহাম্মদ নবি ৩০ বলে সর্বোচ্চ ২২ রানে অপরাজিত থাকেন। চার ওভারে ২৮ রানে তিন উইকেট নিয়ে এমিরেটসের সফলতম বোলার আফগান 'রহস্য স্পিনার' এএম গজনফার। ছোট লক্ষ্য ৮ উইকেট ও ২০ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে এমিরেটস। 

সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ক্যাপিটালসের হয়ে দারুণ বোলিং করা বাংলাদেশের বাঁ-হাতি তারকা পেসার মুস্তাফিজুর রহমান বিপিএলের কারণে ফিরে এসেছেন দেশে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2