• NEWS PORTAL

  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

হাজার গোলের পথে ছুটে চলছেন রোনালদো, বাকি রইলো কয়টি?

প্রকাশিত: ১৬:৩২, ২৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাজার গোলের পথে ছুটে চলছেন রোনালদো, বাকি রইলো কয়টি?

পেশাদার ফুটবলে ২৩ বছরের পথচলায় আরেকটি দারুণ মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে শনিবার জোড়া গোল করে ক্যারিয়ারের এক হাজার তিনশ'তম ম্যাচ রাঙ্গিয়েছেন ৪০ বছরের পর্তুগিজ ফুটবল মহাতারকা।

হাজার গোলের পথে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোল হলো ৯৫৬টি। চলতি বছরে সব মিলিয়ে তার গোল এখন ৪০টি। এবারের সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ১০ ম্যাচে ১২ গোল করে ফেলিক্সের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ স্কোরার রোনালদো। 

লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে আসরের প্রথম ১০ ম্যাচে জয় পেলো আল নাসর। ২০১৮-১৯ মৌসুমে প্রথম ৯ ম্যাচে জিতেছিল আল হিলাল। ৩০ পয়েন্ট নিয়ে যথারীতি লিগ শীর্ষে আছে রোনালদোর দল। সমান ম্যাচে চার পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান আল হিলালের।

আল নাসরের ঘরের মাঠে রোনালদোর মাইলফলকের উপলক্ষ রাঙ্গানোর ম্যাচে রিয়াদ ভিত্তিক ক্লাবটিও আল ওখদুদের বিপক্ষে জয়োৎসব করেছে ৩-০ ব্যবধানে। ম্যাচের ৩১তম মিনিটে সতীর্থের কর্নারে হেডে দলকে এগিয়ে নেন রোনালদো। 

প্রথমার্ধের যোগ করা সময়ে কাছ থেকে পায়ের টোকায় ব্যবধান দ্বিগুণ করেন ৪০ বছরের ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আল নাসরের তৃতীয় গোলটি করেন পর্তুগাল জাতীয় দলে তার সতীর্থ জোয়াও ফেলিক্স। হ্যাটট্রিকও হতে পারতো পর্তুগিজ ফুটবল মহাতারকার। জালে বল পাঠালেও, তৃতীয় গোল পাননি অফসাইডের কারণে। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2