চট্টগ্রাম রয়্যালসের কাছে পাত্তাই পেল না ঢাকা ক্যাপিটালস
বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের কাছে পাত্তাই পেলোনা ঢাকা ক্যাপিটালস। সিলেটে ১০ উইকেটে জিতলো শেখ মেহেদীর দল। তুলে নিলো দ্বিতীয় জয়।
আগের ম্যাচে শামিম পাটোয়ারীর অসাধারণ ব্যাটিংয়ে জয়ের আশা জাগিয়েও সিলেট টাইটান্সকে হারাতে পারেনি ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষেও দিনটা পক্ষে নিতে পারেনি মিথুনের দল।
শুক্রবার টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১২২ রানে গুটিয়ে যায় ঢাকা। মাত্র ৩ রানে সাইফ হাসান বিদায় নেন। এরপর জুবাইদ, মিথুন, শামিম কেউই দাঁড়াতে পারেননি ক্রিজে। চট্টগ্রামের উইকেট রক্ষক ইংল্যান্ডের অ্যাডাম রসিংটনের ক্ষিপ্র দক্ষতায় স্ট্যাম্পিংয়ের শিকার হন ৪ ব্যাটসম্যান। উসমান খান ২১ করেন। মোহাম্মদ সাইফুদ্দিন ৩৩ এ অপরাজিত থাকেন। ৩টি করে উইকেট নেন শরিফুল ও তানভির। শেখ মেহেদি সাজঘরে পাঠান দু'জনকে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের স্পোর্টিং উইকেটে ১২৩ রানে টার্গেটকে সহজ করে তোলেন দুই ওপেনার নাইম শেখ ও রসিংটন। দুজনের আগ্রাসি ব্যাটিংয়ে দ্রুতই জয়ের পথে এগিয়ে যায় চট্টগ্রাম। হাফসেঞ্চুরি পুর্ণ করে অবিচ্ছিন্ন থাকেন দুই ওপেনার। বিনা উইকেটে ১৩ ওভারেই জয় নিশ্চিত হয় চট্টগ্রামের। ৩৬ বলে ৬০ রান আসে রসিংটনের ব্যাট থেকে। ৫৪ করেন নাইম।
৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে চট্টগ্রাম। ঢাকার অবস্থান পঞ্চমে।
বিভি/এজেড




মন্তব্য করুন: