নিজেদের পেজ থেকে মুস্তাফিজের সব পোস্ট ডিলিট করলো কেকেআর!
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে মুক্তি দেওয়ার নির্দেশনা আসার পর কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিলেন অনেকেই। যদিও এখনো পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটি কোনো বিবৃতি দেয়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অফিসিয়াল পেজ থেকে মুস্তাফিজকে ঘিরে করা সব পোস্ট সরিয়ে ফেলা হয়েছে।
চলতি আইপিএল আসরের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। তবে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিসিসিআই কেকেআরকে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদলি করার অনুমতিও দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিৎ সাইকিয়া বলেন, ‘সাম্প্রতিক কিছু ঘটনার কারণে কেকেআরকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে মুক্তি দিতে বলা হয়েছে। এছাড়া, ফ্র্যাঞ্চাইজিটি যদি বিকল্প কোনো খেলোয়াড় নিতে চায়, সে ক্ষেত্রে বিসিসিআই অনুমোদন দেবে।’
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ সামনে আসার পরই কেকেআরের সঙ্গে মুস্তাফিজের চুক্তি নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। এর জেরে ২০২৬ আইপিএলে তার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। যদিও প্রথমদিকে বিসিসিআই বিষয়টি ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ নীতিতে রেখেছিল। পরে পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সাইকিয়া।
মুস্তাফিজকে দলে নেওয়ার পর নিয়মিতভাবেই তাকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিত কেকেআর। এমনকি দুবাইয়ে অনুষ্ঠিত আইএল টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স নিয়েও প্রশংসামূলক পোস্ট করা হয়েছিল। তবে বিসিসিআইয়ের নির্দেশনার পর সেসব পোস্ট এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, এটিই ছিল কেকেআরের জার্সিতে মুস্তাফিজের প্রথমবার খেলার সুযোগ। এর আগে আইপিএলে পাঁচটি ভিন্ন দলের হয়ে আট মৌসুম খেলেছেন ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসার। সব মিলিয়ে আইপিএলে তার ঝুলিতে রয়েছে ৬৫টি উইকেট।
বিভি/এজেড




মন্তব্য করুন: