• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

ঢাকার মাঠেও হার, বিপিএল থেকে বিদায় নিলো নোয়াখালী

প্রকাশিত: ১৮:১১, ১৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ঢাকার মাঠেও হার, বিপিএল থেকে বিদায় নিলো নোয়াখালী

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল খেলছে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি। তবে আসরটা শুভ হলো না তাদের জন্য। এক ম্যাচ বাকি থাকতেই পয়েন্ট টেবিলের তলানীতে থেকে বিদায় নিলো গ্রুপপর্ব থেকে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনভর নানান ঘটনায় মাঠে গড়ায়নি বিপিএলের ম্যাচ। তবে আজ শুক্রবার নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়িয়েছিল চট্টগ্রাম-নোয়াখালী ম্যাচ। কিন্তু সেখানে চট্টগ্রামের কাছে ৫ উইকেটে হেরে বিদায় নিশ্চিত হয় নোয়াখালীর।

মিরপুরের হোম অব ক্রিকেটে নোয়াখালী এক্সপ্রেসের ১২৬ রান তাড়া করতে নেমে মেহেদীর দল লক্ষ্যে পৌঁছে গেছে ১৮ বল আর ৫ উইকেট হাতে রেখে। চট্টগ্রামের কাছে ৫ উইকেটে হেরে আনুষ্ঠানিকভাবে বিপিএলের লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে নোয়াখালী এক্সপ্রেসের। তবে প্রথমবার বিপিএলে নাম লেখানো দলটির এখনও একটি ম্যাচ বাকি আছে।

রান তাড়ায় চট্টগ্রামের শুরুটা ভালো ছিল না। ২৯ রানেই হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। সেখান থেকে চট্টগ্রামকে জয় পর্যন্ত টেনে নিয়েছে অধিনায়ক মেহেদীর ব্যাট। তাঁকে সঙ্গ দিয়েছেন প্রথমে হাসান নেওয়াজ, এরপর আসিফ আলী।

মেহেদী–নেওয়াজের পঞ্চম উইকেট জুটিতে উঠেছিল ৩১ বলে ৪০ রান, এরপর মেহেদী–আসিফের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে ৪৫ বলে ৫৯ রান।

ছক্কায় জয়ের মুহূর্ত এনে দেওয়া মেহেদী মাঠ ছেড়েছেন ৩৬ বলে ৪৯ রানে। আসিফ অপরাজিত থেকেছেন ৩০ বলে ৩৬ রানে।

অষ্টম ম্যাচের ষষ্ঠ জয়ে নেট রানরেটে এগিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রাজশাহী ওয়ারিয়রস। নোয়াখালী ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৬ দলের মধ্যে সবার শেষে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত