অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
বাংলাদেশ-ভারত ম্যাচে নতুন উত্তাপ, হ্যান্ডশেক করলেন না দুই অধিনায়ক
যুব বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ ও ভারতের ম্যাচ ঘিরে তৈরি হয়েছে আলোচনার রেশ। শনিবার জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে টসের সময় দুই দলের অধিনায়ক একে অপরের সঙ্গে হাত মেলাননি।
একই গ্রুপে খেলছে বাংলাদেশ ও ভারত। কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসের সময় বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্রে একে অপরকে এড়িয়ে যান। বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম ম্যাচ শুরুর আগে উপস্থিত না থাকায় টসের দায়িত্ব দেওয়া হয় সহ-অধিনায়ক জাওয়াদ আবরারকে।
টসে জিতে বাংলাদেশ ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। তবে হাত মেলানোর রীতি মানা না হওয়ার পেছনে কোন দলের সিদ্ধান্ত কার্যকর ছিল—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখান পর্যন্ত ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে ভারত।
এর আগে রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টসের সময় হাত না মেলানোর ঘটনা ঘটেছিল ভারতের বয়সভিত্তিক দলের ক্ষেত্রে। এবার বাংলাদেশ-ভারত ম্যাচেও একই ধরনের পরিস্থিতি দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যকার রাজনৈতিক উত্তেজনাও স্পষ্ট হয়ে উঠেছে, যার প্রভাব ক্রিকেট অঙ্গনেও পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এরই ধারাবাহিকতায় মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ‘নিরাপত্তা শঙ্কা’ দেখিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হওয়ার কথা রয়েছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচই ভারতের ভেন্যুতে নির্ধারিত রয়েছে।
এই পরিস্থিতিতে ভেন্যু পরিবর্তনের দাবি নিয়ে আলোচনার জন্য আইসিসির একজন প্রতিনিধি আজ ঢাকায় আসার কথা রয়েছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: