রক্ষণভাগের শক্তি বাড়াতে ইংলিশ তারকাকে দলে ভেড়াল ম্যান সিটি
সবকিছু একরকম নিশ্চিতই ছিলো। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। রক্ষণভাগে শক্তি বাড়াতে প্রিমিয়ার লিগের দল ক্রিস্টাল প্যালেস থেকে ডিফেন্ডার মার্ক গেয়িকে দলে টেনেছে ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি।
সোমবার (১৯ জানুয়ারি) ২৫ বছরের ইংলিশ ডিফেন্ডারের সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি করার কথা জানিয়েছে ম্যানচেস্টার সিটি। চুক্তি অনুযায়ী, ২০৩১ সালের গ্রীষ্ম পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিতে থাকবেন মার্ক গেয়ি। তার ট্রান্সফার ফি অবশ্য খোলাসা করেনি সিটি। তবে ইংলিশ গণমাধ্যম বিবিসির খবর, এই সেন্টার-ব্যাককে দলে নিতে দুই কোটি পাউন্ড খচর হয়েছে ক্লাবটির।
চেলসির একাডেমিতে বেড়ে ওঠা গেয়ি ২০২১ সালে ইংলিশ ক্লাব সোয়ান্সি সিটি থেকে ক্রিস্টাল প্যালেসে যোগ দেন। ক্লাবটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮৮ ম্যাচ খেলে ১১ গোল করার পাশাপাশি সতীর্থদের আটটিটি গোলে সহায়তা করেছেন। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৬টি ম্যাচ খেলেছেন গেয়ি। জানুয়ারির দলবদলে সিটির দলে টানা দ্বিতীয় ফুটবলার গেয়ি। চলতি মাসের শুরুতে বোর্নমাউথ থেকে ২৬ বছরের ইংলিশ উইঙ্গার কাম ওয়াইড মিডফিল্ডার অ্যান্টোয়ান সেমেনিওকে নিয়েছে পেপ গুার্দিওলার দল।
বিভি/এসজি



মন্তব্য করুন: