• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করানো যাবে না: আসিফ নজরুল

প্রকাশিত: ১৫:৩৯, ২০ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৪১, ২০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করানো যাবে না: আসিফ নজরুল

আইসিসি কোনো অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দিলে বাংলাদেশ তা মানবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। অযৌক্তিক কোনও সিদ্ধান্ত মেনে বাংলাদেশ কখনো ভারতে খেলতে যাবে না বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। 

আসিফ নজরুল বলেন, ‘অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলাতে বাধ্য করানো যাবে না। এর আগেও উদাহরণ আছে যে, পাকিস্তানের দাবির মুখে ভেন্যু পরিবর্তন করেছে আইসিসি।’

যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানবো না।’

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত