• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

বিপিএল থেকে রংপুরের বিদায়, শেষ বলে ছক্কা হাঁকিয়ে টিকে রইলো সিলেট

প্রকাশিত: ১৭:২৬, ২০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিপিএল থেকে রংপুরের বিদায়, শেষ বলে ছক্কা হাঁকিয়ে টিকে রইলো সিলেট

শক্তিশালী স্কোয়াড গড়েও এলিমিনেটরেই থামলো রংপুর রাইডার্সের বিপিএল যাত্রা। তবে হারের পর হয়তো আর ২টা রানের আক্ষেপই করেছে রংপুরের ক্রিকেটাররা। ১১১ রানের ছোট সংগ্রহকেও চ্যালেঞ্জিং বানিয়ে নিচ্ছিলেন পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ। তবে ইংলিশ ব্যাটার ক্রিস ওকসের শেষ বলের ছক্কায় টিকে রইলো সিলেট টাইটান্স।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মিরপুরের মাঠে শেষ ওভারে ম্যাচটা জমিয়ে দিয়েছিলেন ফাহিম আশরাফ। কিন্তু শেষ বলে দুর্দান্ত বোলিংটার পূর্ণতা দিতে পারলেন না পাকিস্তানের পেসার।১ বলে ৬ রানের সমীকরণের সময় কাভারের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে নায়ক বনে যান ক্রিস ওকস। ইংল্যান্ড পেসারের হাঁকানো শটটি বাউন্ডারি ছাড়া হতেই দুই ডাগআউটে ভিন্ন চিত্র দেখা যায়।

সিলেট টাইটানসের ডাগআউট থেকে পাগলাটে দৌড়ে মাঠে ঢুকে উদযাপনে মাতেন মেহেদী হাসান মিরাজ-পারভেজ হোসেন ইমনরা। নায়ক ওকস শুধু মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে জানান দিলেন বন্দরে পৌঁছে গেছে জাহাজ। বিপরীতে মুঠো থেকে জয় হারানোর হতাশায় নিমজ্জিত হয় রংপুরের ডাগআউট। কয়েকজন ক্রিকেটার তো মাঠেই শুয়ে পড়লেন।

১১২ রান তাড়া করতে নেমে সহজ জয় দেখছিল সিলেট। কিন্তু সিলেটের ব্যাটারদের চেপে ধরেন রংপুরের বোলাররা। তাই তো শেষ ওভারে ম্যাচ নিয়ে যান মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানারা। 

কিন্তু শেষ ওভারে ৬ বলে ৯ সমীকরণে দারুণ বোলিং করেও পরাজিত দলেই থাকলেন ফাহিম। প্রথম বলে ডাবল দেওয়ার পর টানা দুই বল ডট দেন তিনি। চতুর্থ বলে মঈন আলীকে আউট করে রংপুরকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ফাহিম। কিন্তু শেষ বলে ওকসকে আর বিট করতে পারলেন না পাকিস্তানি পেসার। তাতে সিলেটের ফাইনালে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখলেন ওকস।

কোয়ালিফায়ারে মুখোমুখি হওয়া চট্টগ্রাম রয়েলস ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যে পরাজিত দলের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে সিলেট টাইটান্স। ওই ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত