সাফের শুরুতেই বাংলাদেশের ঝড়, ভুটানের জালে দিলো এক ডজন গোল
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার লক্ষ্যে দারুণ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শনিবার (৩১ জানুয়ারি) নেপালের পোখারায় অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
পোখারার রঙ্গশালায় পুরো ম্যাচজুড়ে পিটার বাটলারের শিষ্যদের একচেটিয়া আধিপত্যের সামনে দাঁড়াতেই পারেনি ভুটানের রক্ষণভাগ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম গোলের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ২৭ মিনিট পর্যন্ত। তবে উদ্বোধনী গোলটিই হয়ে ওঠে ম্যাচের অন্যতম আকর্ষণ। কর্নার থেকে মামনি চাকমার বাঁ পায়ের নিখুঁত বাঁকানো শট সরাসরি জালে জড়ায়। গোলরক্ষকের হাত স্পর্শ করেছিল কি না তা নিয়ে কিছুটা বিভ্রান্তি থাকলেও, সরাসরি জালে যাওয়ায় এটিকে ‘অলিম্পিক গোল’ হিসেবেই ধরা হচ্ছে।
বিরতির আগেই আরও দুই গোল যোগ করে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় তারা। আলপি ও মুনকিরাদের ধারাবাহিক আক্রমণে ভেঙে পড়ে ভুটানের রক্ষণ। পঞ্চম গোল হজমের পর ভুটান গোলরক্ষক বদল করলেও গোলের স্রোত থামানো যায়নি।
৫৯ মিনিটে ষষ্ঠ গোলের পর ম্যাচের বাকি সময়ে আরও ছয়বার ভুটানের জালে বল জড়ান বাংলাদেশের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত এক ডজন গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
উল্লেখ্য, পোখারার রঙ্গশালার ঘাসবিহীন ও অসমতল মাঠ শুরুতে চ্যালেঞ্জ তৈরি করলেও দ্রুতই পরিবেশের সঙ্গে মানিয়ে নেয় বাংলাদেশ দল। সাফের বয়সভিত্তিক (অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০) পর্যায়ে এখন পর্যন্ত অনুষ্ঠিত ছয়টি টুর্নামেন্টের পাঁচটিতেই শিরোপা জিতেছে বাংলাদেশ। গত বছর ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ এবং ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ আসরে (যৌথভাবে) চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ এবারও শ্রেষ্ঠত্ব ধরে রাখার লক্ষ্যেই মাঠে নেমেছে।
বিভি/এজেড



মন্তব্য করুন: