• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

স্কটল্যান্ডের গর্জন, শান্ত মাহমুদুল্লাহ

প্রকাশিত: ১০:১৮, ১৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
স্কটল্যান্ডের গর্জন, শান্ত মাহমুদুল্লাহ

স্কটল্যান্ড কোচ শন বার্গার-এর মন্তব্যে গায়ে জ্বালা চড়তে পারে। 'বাংলাদেশকে আমরা ওমান-পাপুয়া নিউগিনির চেয়ে আলাদা করে দেখছি না'- এমন উক্তিকে ছোট মুখে বড় কথা মনে হতে পারে। ভিন্নভাবে দেখলে গর্তে পড়া 'হাতি'কে কেন আলাদা চোখে দেখবে স্কটল্যান্ড? টেস্ট খেলুড়ে, ওয়ানডে-টি টোয়েন্টি র‌্যাংকিংয়ে কর্তৃত্ব করলেও টি-২০ বিশ্বকাপে টাইগার খ্যাত বাংলাদেশের বাছাইপর্ব খেলতে হচ্ছে এই কথাও তো সত্য।

পরক্ষণে ওই সত্যই মনে করিয়ে দিলেন বার্গার, 'সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বড়-ছোট দল থাকে না। সেরাটা খেললে যেকোনো দলকেই হারানো সম্ভব। নামিবিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আমরা জয় পেয়েছি। দল ছন্দে আছে। আশা করছি, বাংলাদেশকে আসরের সেরা লড়াই উপহার দিতে পারবো।'

ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজ ধরলে বিশ্বকাপের দুই মাস আগে থেকে টইটুম্বর আত্মবিশ্বাস পেয়েছে। ওই আত্মবিশ্বাসের পালে দুই দিনেই ছিদ্র ধরা পড়েছে। বিশ্বকাপের সেমিফাইনালে চোখ রাখলেও বাছাইপর্বের আগে দুই প্রস্তুতি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। টাইগার টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহ'র তাই কণ্ঠ শান্ত রেখে, চোখ মাটিতে নামিয়েই কথা বলতে হলো।

আত্মবিশ্বাস অবশ্য মাহমুদউল্লাহ দেখালেন, 'প্রস্তুতি ম্যাচের হার নিয়ে আমি বিচলিত নই। মূল দলের অনেকেই ওই ম্যাচে ছিলো না। আমাদের হার্ড ক্রিকেট খেলতে হবে। সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারলে ফল এমনিতেই পক্ষে কথা বলবে। সামনে কিছু বাধা আছে, সেজন্য ধাপে ধাপে পেরোতে হবে। ভালো ক্রিকেট খেললে আশা করছি শুরুর ম্যাচে অনেক দূর যেতে পারবো।'

আসর শুরুর আগে টাইগার ক্যাপ্টেনের দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে নিয়ে কথা বলতে হলো। একজন আইপিএল অভিজ্ঞতায় পূর্ণ হলেও ক্লান্তি নিয়ে ফিরেছেন। অন্যজন টি-২০ ফরম্যাটে চূড়ান্ত ফর্মহীনতায় আছেন। মাহমুদুল্লাহ তাঁদের মূল্যবান অভিজ্ঞতায় আস্থা রাখছেন।

তিনি বলেন, 'সাকিব আইপিএল খেলে ফেরায় কিছুটা ক্লান্ত। তবে আগামী ম্যাচে সে খেলবে। মুশফিক-এর ফর্ম নিয়েও চিন্তা করছি না। ওর একটা ভালো ইনিংস দরকার। তাহলেই ও ফর্মে ফিরে আসবে।'

বাংলাদেশ আজ রবিরার (১৭ অক্টোবর) রাত ৮টায় দিনের দ্বিতীয় ম্যাচে  মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হবে। দুই স্পিনার ও তিন পেসার নিয়ে নামতে পারে টাইগাররা। ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।

বিভি/এসএম/এওয়াইএইচ

মন্তব্য করুন: