• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সৌম্য-মাহেদিকে নিয়ে নামছে বাংলাদেশ?

প্রকাশিত: ১৬:৩৬, ১৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
সৌম্য-মাহেদিকে নিয়ে নামছে বাংলাদেশ?

প্রথম ম্যাচের আগে টাইগারদের শেষ অনুশীলন। ছবি: বিসিবি

ওয়ানডে র‌্যাংকিংয়ে সাতে আছে বাংলাদেশ। টি-২০ র‌্যাংকিংয়ে অবস্থান ছয়ে। বিশ্বকাপের ফেবারিট অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ টাইগারদের পেছনে পড়ে আছে। তারপরও বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হচ্ছে মাহমুদুল্লাহ’র দলের। ওমান-পাপুয়া নিউগিনির মতো দলের বিপক্ষে আলগা-ফাঁকা রঙহীন স্টেডিয়ামে ম্যাচ খেলা সাকিব-মুশফিকদের জন্য কিছুটা লজ্জার।

ওই লজ্জায় ঘোমটা টেনে টি-২০ খেললে বিপদ বাড়তে পারে। শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হার অশনিসংকেত দিয়েছে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টিম টাইগার্স ক্যাপ্টেন মাহমুদুল্লাহ তাই ‘হার্ড ক্রিকেটের’ তত্ত্ব দাঁড় করিয়েছেন। যার বাংলা হতে পারে- ‘পূর্ণ শক্তির দল নিয়ে বাছাইপর্বের প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়া।’

ওই লক্ষ্যে আইপিএল অভিজ্ঞতায় ভরপুর ক্লান্ত সাকিবকে নিয়েই একাদশ সাজাবে বাংলাদেশ। জাতীয় দলের জার্সি পরতে উন্মুখ টাইগার স্পিন অলরাউন্ডার সড়ক পথে মাসকাটে এসেছেন বায়ো-বাবল ভঙ্গের ঝুঁকি এড়িয়ে। হার্ড ক্রিকেটের লক্ষ্যে ফর্ম ফেরার আভাস দেওয়া সৌম্য সরকার ফিরতে পারেন ওপেনিংয়ে। দলের বাইরে চলে যেতে পারেন নাঈম শেখ।

স্কটল্যান্ড ক্রিকেট দলের অনুশীলন। ছবি: টুইটার

আল আমেরাতের উইকেট বেশ সতেজ। বড় রান হওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য তিন পেসার নিয়ে খেলার আভাস ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। তিন পেসারের একজন অবধারিতভাবে মুস্তাফিজুর রহমান। অন্যজন সাইফউদ্দিন হওয়ার সম্ভাবনা জোরালো। প্রস্তুতি ম্যাচে ভালো করার একাদশে ঢুকতে এগিয়ে থাকবেন তাসকিন আহমেদ। ভেরিয়েশনের বিচারে তরুণ বাঁ-হাতি শরিফুল ইসলাম-এর খেলার সম্ভাবনাও আছে।

তাসকিন-শরিফুল-এর দলে অন্তভূক্তিই বলে দেবে স্পিন আক্রমণ কেমন হবে। তাসকিন খেললে দ্বিতীয় স্পিনার হিসেবে বাঁ-হাতি নাসুম আহমেদ-এর খেলার সম্ভাবনা বেশি। অন্যদিকে শরিফুল খেললে সাকিব-এর স্পিন জুড়ি হতে পারেন শেখ মাহেদি হাসান। ফিনিশার রোলে আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানকে নিতে হবে গুরু দায়িত্ব।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ: জর্জ মানসি, কাইল কোয়েটজার (অধিনায়ক), ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), রিচি বেরিংটন, কালাম ম্যাকলিউড, দিলান বাজ, মাইকেল লিয়াক্স, মার্ক ওয়াট, সাফায়েন শারিফ, জোসে ডাভে, আলাসডায়ার ইভান্স।

বিভি/এসএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2