বঙ্গবন্ধু জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা উদ্বোধন
মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে বঙ্গবন্ধু ৩০তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়াম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশন-এর সাধারণ সম্পাদক এম বি সাইফ, ম্যাক্স গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড সিইও কাজী ইয়ামিনুর রশীদ তূর্যসহ ফেডারেশনের কর্মকর্তারা।
দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব সার্ভিসেস দল এবং বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশসহসহ ৬৫ দলের প্রায় চারশো সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
আন্তর্জাতিক ইভেন্টগুলোকে সামনে রেখে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে আরো ভালো করা সম্ভব বলে জানান সাতারুরা ।
এই প্রতিযোগিতার মাধ্যমে যারা উঠে আসবে তাদের নতুন কোচ নিয়োগের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা জানান ম্যাক্স গ্রপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।
কোনো সুইমার ইন্টারন্যাশনাল গেমে কোয়ালিফাইড হয়েও আর্থিক সমস্যার কারণে যেতে না পারলে তার সম্পূর্ণ খরচ বহনের প্রতিশ্রুতি দেন ম্যাক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড সিইও কাজী ইয়ামিনুর রশীদ তূর্য।
মিরপুর সুইমিং পুলের ‘ইলেকট্রনিক্স স্কোরবোর্ড’ নিয়ে সাঁতারুদের আক্ষেপ দীর্ঘদিনের। স্কোরবোর্ড ঠিকমতো কাজ না করায় বাংলাদেশ সাঁতার ফেডারেশন আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ বন্ধ করতে হয়েছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।
প্রতিযোগিতার প্রথম দিনে ১২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ৩টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে। এরমধ্যে বাংলাদেশ নৌবাহিনী ১০টি স্বর্ণ, ৮টি রৌপ্য, ২টি ব্রোঞ্জ পদক অর্জন করে। বাংলাদেশ সেনাবাহিনী ২টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৬ টি ব্রোঞ্জ এবং বিকেএসপি ৪টি ব্রোঞ্জ পদক অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
২০১৩ সাল থেকে জাতীয় সাঁতারে পৃষ্ঠপোষকতা করে আসছে ম্যাক্স গ্রুপ। এবার ‘সেরা সাঁতারুর খোঁজে প্রকল্প থেকে পাওয়া সাঁতারুদের প্রশিক্ষণ ব্যয়ভারও বহন করছে ম্যাক্স গ্রুপ।
বিভি/এএইচ/এসডি
মন্তব্য করুন: