• NEWS PORTAL

  • বুধবার, ০১ মে ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে এক পরিবর্তন

প্রকাশিত: ১৫:৩৭, ২৭ অক্টোবর ২০২১

আপডেট: ১৫:৪৩, ২৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে এক পরিবর্তন

ছবি: ফাইল

বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু করে বাংলাদেশ। মূল পর্বে শুরুতে হেরেছে শ্রীলংকার কাছে। এবার শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ।

বাংলাদেশ দলে এসেছে এক পরিবর্তন। ইনজুরি আক্রান্ত সাইফউদ্দিন-এর জায়গায় দলে ঢুকেছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। তিন স্পিনার নিয়ে খেলানোর সিদ্ধান্তেই অটল আছে টাইগার টিম ম্যানেজমেন্ট।

শুরুতে ব্যাট করার ব্যাপারে মাহমুদুল্লাহ জানান, উইকেট তাঁর কাছে ভালো মনে হয়েছে। শুরুতে ভালো সংগ্রহ দাঁড় করিয়ে ইংল্যান্ডকে আটকে রাখার চেষ্টা করবেন তাঁরা। ইংল্যান্ড অধিনায়কের মতে, রান তাড়া করার ক্ষেত্রে তাঁরা ভালো দল। পরে ব্যাটিং নিয়ে সমস্যা দেখছেন না তিনি। অপরিবর্তিত দল নিয়ে খেলছে ইংল্যান্ড।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, শেখ মাহেদি, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার, ডেভিড ম্যালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমল মিলস।

বিভি/এসএম

মন্তব্য করুন: