• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

‘চেষ্টা করছি, আমাদের দ্বারা হচ্ছে না’

প্রকাশিত: ২১:০৩, ২৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
‘চেষ্টা করছি, আমাদের দ্বারা হচ্ছে না’

ছবি: টুইটার

মাঠে প্রতিপক্ষের ব্যাটিং-বোলিং সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। হিমশিম খাচ্ছে সামাজিক মাধ্যম, বোর্ড ও সংবাদ কর্মীদের সমালোচনা ও হুল ফোটানো প্রশ্নবান হজম করতে। ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের পর সংবাদ সম্মেলনে আসেন ‘কথা কম বলা‘ নাসুম আহমেদ। 

আঘাত করে আনন্দ নেই এমন একজনকে সামনে পেয়ে খুব বেশি ঝাঁজালো প্রশ্ন সংবাদ কর্মীরা করেননি। তবে গোলাপের কাঁটাতেই ’মূর্ছা’ গেলেন বাঁ-হাতি স্পিনার নাসুম। জানিয়ে দিলেন, তাঁরা চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। পারছেন না তা নয়। তাঁদের দ্বারা ঠিক হয়নি। 

আবুধাবির সংগে বাংলাদেশের কন্ডিশনের মিল আছে। কোচ-ক্যাপ্টেন উইকেটে মিরপুরের ছায়া দেখেছেন। ইংল্যান্ডও কন্ডিশনের কারণে বাংলাদেশকে সমীহের কথা জানিয়েছে। কিন্তু নাসুম জানালেন তাঁরা উইকেট থেকে তেমন টার্ন পাচ্ছেন না, ‘আসলে উইকেট মিরপুরের মতো না। আমরা টার্ন পাচ্ছিলাম না। তবে ওই রানেই তাঁদের আটকানোর চেষ্টা করেছিলাম। হই নাই আমাদের দ্বারা।’ 

বিশ্বকাপে বোলারদের দায় দেওয়ার মতো ব্যাটিং বাংলাদেশ এখনও করতে পারেনি। শ্রীলংকার বিপক্ষে সংগ্রহ ভালো ছিলো। কিন্তু টিম ম্যানেজমেন্ট মূল বোলারদের ঠিক মতো ব্যবহার করতে পারেনি। দল ভালো রান না পাওয়ায় বোলাররা ব্যাকফুটে চলে যাচ্ছেন বলে জানান নাসুম, ‘শুরুতে রানও হচ্ছে না। উইকেটও যাচ্ছে। এটা একটা সমস্যা। জিততে পারছি না বলে খারাপ লাগছে।’

বাছাইপর্বে খারাপ করা বাংলাদেশ সুপার টুয়েলভে ঝলক দেখানোর আশায় ছিলো। কিন্তু ভালো খেলতে না পারায় দোষ ভাগ্যের ওপর চাপালেন বাঁ-হাতি এই স্পিনার, ‘সব দলের ম্যাচ জেতার ইচ্ছে থাকে। আমরাও জয়ের চেষ্টা করছি। হচ্ছে না। এটা ব্যাড লাক। বাকি তিন ম্যাচে জেতার চেষ্টা করবো। প্রথমটা ক্লিক করলে, পরেরগুলো ভালো করার ব্যাপরে আশাবাদী।’

তিনি জানান, রান যা-ই হোক তাঁরা জয়ের জন্য খেলছেন। প্রত্যেক ম্যাচ বের করার চেষ্টা করছেন। কিন্তু তাঁদের দ্বারা হচ্ছে না। প্রতিপক্ষের বিপক্ষে পারছেন না এটা আবার মানতে নারাজ নাসুম, ‘পারছি না তা নয়, হচ্ছে না।’ শেষটায় সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিক-এর পথে হাঁটলেন নাসুমও। ধেয়ে আসা প্রশ্ন না বুঝে একটু রেগেও গেলেন।

বিভি/এসএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2