• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এমবাপ্পে-বেনজেমা’র আগুনে পুড়ে ছাই কাজাখস্তান

প্রকাশিত: ১৬:২০, ১৪ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
এমবাপ্পে-বেনজেমা’র আগুনে পুড়ে ছাই কাজাখস্তান

ছবি: টুইটার

ছয় মিনিটে গোল মুখ খুলে ৩২ মিনিটেই কাজাখস্তানের বিপক্ষে হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। কাজাখস্তানের সামনে তখন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের আগুনে পুড়ে ছাই হওয়ার ভয়।

শেষ পর্যন্ত সেটাই হয়েছে। ম্যাচের ৮৭ মিনিটে শেষ গোলটি করে কাজাখস্তানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছেন এমবাপ্পে। নিজে করেছেন চার গোল। ফ্রান্সের রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা করেছেন জোড়া গোল।

অন্য দুই গোল এসেছে অ্যান্তোনিও গ্রিজম্যান ও আন্দ্রে র‌্যাবিওট-এর পা থেকে। বিশাল এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২০২২ সালে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপের টিকিট কেটেছে দু’বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। ৬৩ বছরের ইতিহাস ভেঙে চার গোল করার রেকর্ড গড়েছেন এমবাপ্পে।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের ‘বাজারের লিস্টে’ থাকা এমবাপ্পে জানান, বলটা এরই মধ্যে লকার রুমে রাখা হয়েছে। তবে মূল বিষয় বিশ্বকাপে জায়গা নিশ্চিত হওয়া। এই দলের অনেকে বিশ্বকাপে খেলার স্বাদ পাননি। তাঁরা কাতারে খেলতে মুখিয়ে আছেন। যারা খেলেছেন তাঁরা দ্বিতীয়বার বিশ্বকাপ খেলার স্বাদ নিতে চান।’ 

বিভি/এসএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2