• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বাবর বলছেন টিপিক্যাল উইকেট, রান দেখছেন মুমিনুল

প্রকাশিত: ১৭:২৩, ২৫ নভেম্বর ২০২১

আপডেট: ১৭:৩২, ২৫ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
বাবর বলছেন টিপিক্যাল উইকেট, রান দেখছেন মুমিনুল

ছবি: ফাইল

সাদা বলের ক্রিকেটে উইকেট পড়তে ভুল করলে কাটিয়ে ওঠা যায়। কিন্তু লাল বলের ক্রিকেটে উইকেট-কন্ডিশন বোঝা গুরুত্বপূর্ণ। পাঁচ দিনের ক্রিকেটে ১৫ সেশনে উইকেট যেকোন মুহূর্তে অচেনা আচরণ করতে পারে। বদলে দিতে পারে ম্যাচের চিত্র।

সবুজ ঘাস থাকলে উইকেট একরকম আচরণ করে। বাদামি ঘাসের প্রভাব ভিন্ন। আকাশে মেঘ কিংবা রোদ, বাতাসে আদ্রতার কম-বেশির সংগে তাল মিলিয়ে লাল বল আচরণ করতে শুরু করে। চট্টগ্রাম টেস্টের আগে ‍দুই দলের কোচ-অধিনায়ক তাই উইকেট বোঝার চেষ্টা করেছেন।

তবে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক ও পাকিস্তান অধিনায়ক বাবর আজম-এর চোখে উইকেট ধরা দিয়েছে দু’রকমভাবে। পাকিস্তান অধিনায়কের মতে, মিরপুরের মতোই টিপিক্যাল উইকেট চট্টগ্রামে। তবে উইকেটে কিছুটা ঘাস আছে।

তাঁর মতে, স্পিনাররা চট্টগ্রামের উইকেটেও সুবিধা পাবে। তবে দিনের শুরুতে সুবিধা পাবে পেসাররা। অন্যদিকে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলছেন, চট্টগ্রামে সবসময় ভালো রান হয়। এবারও ভালো রানের আশা দেখান তিনি। উইকেটে ঘাস থাকার কথাও জানিয়েছেন তিনি।

বাবর আজম জানিয়েছেন, টি-২০ ফরম্যাট থেকে টেস্টের সংগে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাননি তাঁরা। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে মানিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী। অন্যদিকে মুমিনুল মনে করছেন, টানা টি-২০ হারের প্রভাব তাঁর টেস্ট দলের ওপর পড়বে না। ভিন্ন এক দল নিয়ে টেস্ট খেলছেন তাঁরা।

বিভি/এসএম

মন্তব্য করুন: