• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

আইসিসি’র বর্ষসেরা টি-২০ দলে বাংলাদেশের এক

প্রকাশিত: ১৭:০২, ১৯ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
আইসিসি’র বর্ষসেরা টি-২০ দলে বাংলাদেশের এক

ছবি: ফাইল

আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার (আইসিসি) বর্ষসেরা টি-২০ একাদশের নেতৃত্বভার দেওয়া হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

তিন পেসার ও দুই লেগ স্পিনার নিয়ে সাজানো হয়েছে বর্ষসেরা টি-২০ একাদশ। পেস আক্রমণে মুস্তাফিজ-এর সংগে আছেন জস হ্যাজলউড ও শাহিন শাহ আফ্রিদি। স্পিন আক্রমণে রাখা হয়েছে তাবরেজ শাসসি ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।

ছয় ব্যাটার ও পাঁচ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে আইসিসি’র বিশেষজ্ঞ প্যানেল। কোনো বিশেষজ্ঞ অলরাউন্ডার জায়গা পাননি একাদশে। ওপেনার হিসেবে দলে আছেন জস বাটলার ও মোহাম্মদ রিজওয়ান। এর মধ্যে রিজওয়ান পরবেন কিপিং গ্লাভস।

আইসিসি’র বর্ষসেরা টি-২০ একাদশ। ছবি: আইসিসি

বর্ষসেরা টি-২০ দলে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মাত্র একজন জায়গা পেয়েছেন। রানার্স আপ নিউজিল্যান্ডের কেউ জায়গা পাননি একাদশে। এছাড়া ভারত ওয়েস্ট ইন্ডিজের কেউ নেই বর্ষসেরা টি-২০ দলে।

বর্ষসেরা টি-২০ একাদশঃ জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), এইডেন মার্করাম, মিশেল মার্শ, ডেভিড ওয়ার্নার, তাবরেজ শামসি, জস হ্যাজলউড, ওয়ানিন্দু সাহারাঙ্গা, মুস্তাফিজুর রহমান ও শহীদ আফ্রিদি।

বিভি/এসএম

মন্তব্য করুন: