• NEWS PORTAL

  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

মেক্সির ঝড়ে বিগ ব্যাশের রেকর্ড ওলটপালট

প্রকাশিত: ১৮:৪৩, ১৯ জানুয়ারি ২০২২

আপডেট: ১৮:৫০, ১৯ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
মেক্সির ঝড়ে বিগ ব্যাশের রেকর্ড ওলটপালট

ছবি: টুইটার

বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনের বিপক্ষে ব্যাট করতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন মেলবোর্ন স্টার্সের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। অজি অলরাউন্ডারের ঝড়ো সেঞ্চুরিতে রেকর্ড বইয়ের পাতা ওলটপালট হয়ে গেছে।

টস হেরে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন মেক্সি। শুরু থেকেই ঝড় শুরু করেন। তাঁর তাণ্ডবে ২ উইকেট হারিয়ে ২৭৩ রানের বিশাল সংগ্রহ পেয়েছে মেলবোর্ন। বিগ ব্যাশ ইতিহাসে যা এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড।

শুধু সর্বোচ্চ নয়, প্রথম দল হিসেবে মেলবোর্ন বিগব্যাশে ২৫০ রান পার করার কীর্তি গড়েছে। দলকে বিশাল ওই রান এনে দিতে ম্যাক্সওয়েল ৬৪ বলে খেলেছেন ১৫৪ রানের ইনিংস। ২৪০.৬২ স্ট্রাইক রেটে ওই রান তুলতে ডানহাতি ব্যাটার ২২টি চার ও চারটি ছক্কার শট মেরেছেন।

বিগ ব্যাশ ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন। লিগের ব্যক্তিগত সর্বোচ্চ রান করতে মেক্সি ৪১ বলে সেঞ্চুরি করেন। টি-২০’র ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এই পাঁচ রেকর্ড গড়তে ব্যাট হাতে অবদান রেখেছেন জো ক্লার্ক ও মার্কোস স্টইনিস।

ওপেনার ক্লার্ক ১৮ বলে ৩৫ রানের দারুণ এক ইনিংস খেলেন। মেক্সি‘র সংগে গড়েন ৯৭ রানের জুটি। অজি পেস অলরাউন্ডার স্টইনিস ৩১ বলে ছয়টি ছক্কা ও চারটি চারে ৭৫ রানের ইনিংস খেলেন। হোবার্ট রান আটকাতে আট বোলার ব্যবহার করেছে। দশের নিচে রান দিতে পারেননি কেউ।

অনুমিতভাবে ম্যাচটা হোবার্ট ১০৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে। নির্ধারিত ২০ ওভারে তাঁরা ৬ উইকেটে তুলতে পারে ১৬৭ রান। বেন ম্যাকডরমিট ফিফটি করেন। ডি’আর্চি শট ৪১ রানের ইনিংস খেলেন। পিটার হ্যান্ডসকবের ব্যাট থেকে আসে ২৮ রান।

বিভি/এসএম

মন্তব্য করুন: