• NEWS PORTAL

  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফেসবুক স্ট্যাটাসে ভাষা শহীদদের প্রতি টাইগারদের শ্রদ্ধা

প্রকাশিত: ১৫:০৩, ২১ ফেব্রুয়ারি ২০২২

ফন্ট সাইজ
ফেসবুক স্ট্যাটাসে ভাষা শহীদদের প্রতি টাইগারদের শ্রদ্ধা

প্রতীকী ছবি

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। রবিবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, লিটন দাস থেকে শুরু করে অনেক ক্রিকেটারই।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তাঁর ফেসবুকে লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’


টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘অমর একুশে ফেব্রুয়ারি, বাংলাভাষার জন্য যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

অল রাউন্ডার সাকিব আল হাসান তার ফেসবুক পেজে লেখন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা।’


টেস্ট অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’ 


সাবেক অধিনায়ক, সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘২১ মানে অহংকার, ২১ মানে স্বাধীনতা, ২১ মানে প্রেরণা, ২১ মানে শক্তি, আজকের এই দিনে আমাদের প্রিয় মাতৃভাষা জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা।’

লিটন দাস লিখেছেন, ‘২১ শে ফেব্রুয়ারী যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’


সৌম্য সরকার লিখেছেন, ‘মৃত্যুঞ্জয়ী সকল ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিনম্র শ্রদ্ধা জানাই। একুশের চেতনায় উজ্জবিত হোক সকল বাঙ্গালির প্রাণ।’

বিভি/এএইচ/এসডি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2