• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভারতকে হারাতে বাংলাদেশের দরকার ২৩০ রান

প্রকাশিত: ১০:৫৪, ২২ মার্চ ২০২২

আপডেট: ১৩:৩৯, ২২ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ভারতকে হারাতে বাংলাদেশের দরকার ২৩০ রান

শেফালী ভার্মাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন নিগার সুলতানা

নারী বিশ্বকাপে দ্বিতীয় জয় পেতে ২৩০ রান করতে হবে বাংলাদেশকে। মঙ্গলবার হ্যামিল্টনে ভারতের বিরুদ্ধে টস হেরে ফিল্ডিং করেছে টাইগ্রেসরা। শুরুতে ভালো বোলিং না হলেও ঋতু মণি আর নাহিদা আক্তার চেপে ধরেন ভারতকে। ফলে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান তুলেছে ভারতীয় মেয়েরা।

ম্যাচের শুরুতে দুই ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মা দারুণ ইনিংস খেলেন। কিন্তু ৭৪ রানে স্মৃতিকে (৩০) ফিরিয়ে এই জুটি ভাঙেন নাহিদা। পরের ওভারে স্কোর বোর্ডে বোনো রান যোগ হওয়ার আগেই শেফালিকে (৪২) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন ঋতু। টানা দ্বিতীয় বলেই ঋতু ফেরান ভারতীয় অধিনায়ক মিতালী রাজকে। পরে ফিফটি হাঁকানো স্বস্তিকা ভাটিয়াকেও ফেরান ঋতু।

পরে ভারতের ইনিংসকে টেনে নেন পূজা (৩০), রিচা (২৬) ও স্নেহা (২৭)। শেষদিকে জাহানারা আলম ফেরান স্নেহাকে। ঋতু ৩টি ও নাহিদা ২টি উইকেট নেন।

বিশ্বকাপে বাংলাদেশ ৪টি ম্যাচ খেলে একটি জয় পেয়েছে। আর ভারত ৫টি ম্যাচে দুটি জয় পেয়েছে। 

বাংলাদেশ একাদশ : শারমীন আক্তার, মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিহার সুলতানা জ্যোতি,রুমানা আহমেদ, ঋতু মণি, লতা মণ্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও জাহানারা আলম।

ভারতীয় একাদশ : স্মৃতি মান্দানা, শেফালী ভার্মা, স্বস্তিকা ভাটিয়া, মিতালী রাজ, হারমানপ্রীত কৌর, রিচা ঘোষ,পূজা ভাস্ত্রকর, স্নেহা রানা,  ঝুলন গোস্বামী, পুনম যাদব ও রাজেশ্বরী গায়কৌড়।

বিভি/এজেড

মন্তব্য করুন: