• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাজে আচরণ করেছে দ.আফ্রিকা, আইসিসির দ্বারস্থ হবে বিসিবি

প্রকাশিত: ০৯:২৭, ৫ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
বাজে আচরণ করেছে দ.আফ্রিকা, আইসিসির দ্বারস্থ হবে বিসিবি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবান টেস্টে চলাকালে স্লেজিংয়ের শিকার হয়েছেন টাইগার ক্রিকেটাররা। প্রোটিয়া খেলোয়াড়দের আচরণ সীমা ছাড়িয়ে গিয়েছে। তাদের এই আচরণ নিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর সংবাদ সম্মেলনে আম্পায়ারদের প্রসঙ্গে মুমিনুল জানিয়েছিলেন, ক্রিকেট মাঠে স্লেজিং সব সময় হয়। স্লেজিং যখন গালাগালির পর্যায়ে চলে যায়, এটা খুব খারাপ। আমার মনে হয়েছে, মাঝেমধ্যে ওরা গালাগালি করছিল, খুব বাজেভাবে। যেটা আম্পায়ার ওইভাবে খেয়াল করেননি।

ক্রিকেটবিয়ষক ওয়েবসাইট ক্রিকইনফোকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, জয়  যখন ব্যাটিং করতে গেল, প্রোটিয়ারা তাকে ঘিরে ধরেছিল। কিছু বলছিল। সে জুনিয়র খেলোয়াড় বলে জবাবে কিছু বলতে পারেনি। এটা নিন্দনীয়।  স্লেজিং নিয়ে যখনই আম্পায়ারদের কাছে অভিযোগ করেছি আমরা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বদলে বরং আমাদের খেলোয়াড়দেরই সতর্ক করেছেন আম্পায়াররা।

উল্লেখ্য ডারবান টেস্টের প্রথম ইনিংসে প্রতিরোধ গড়তে পারলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ছিল একেবারেই ব্যর্থ। ৫৩ রানে গুটিয়ে যাওয়ায় ২২০ রানেছে মুমিনুলরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2