• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অস্ট্রেলিয়া সিরিজ আয়োজনে পাকিস্তানের আয় ২শ’ কোটি রুপি

প্রকাশিত: ২১:২৩, ৭ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
অস্ট্রেলিয়া সিরিজ আয়োজনে পাকিস্তানের আয় ২শ’ কোটি রুপি

১৯৯৮ সালের পর দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার পালা শেষ করে পাকিস্তানে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজে ওয়ানডে সিরিজ জিতলেও পাকিস্তানকে হারতে হয়েছে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজে। তাই বলা যায় পাকিস্তানি দর্শকরা হয়তো তৃপ্ত নন। 

তবে হার-জিত ছাড়িয়ে সিরিজ শেষে অন্য অঙ্কের হিসাব কষে চক্ষু চড়কগাছ আয়োজকদের।  আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পাকিস্তান নিরাপদ এ খবর বোঝাতে পেরেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুধু তাই নয়, আর সে সঙ্গে পিসিবির ব্যাংক ব্যালান্সও বেশ চাঙা করেছে এই সিরিজ। অস্ট্রেলিয়া সফরের সুবাদে প্রায় ২শ কোটি রুপি আয় করেছে পিসিবি।

তিন টেস্ট, তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টি এই সাত ম্যাচের সুবাদে পাকিস্তান ক্রিকেট আর্থিকভাবে অনেক এগিয়ে গেছে, এমন দাবি করেছেন রমিজ রাজা। বোর্ডের প্রকাশিত এক ভিডিও বার্তায় রমিজ জানিয়েছেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানো আমাদের জন্য বাঁকবদল বলে প্রমাণিত হয়েছে। এটা আমাদের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এর প্রভাব পিএসএলেও দেখা গেছে। মানুষ এখন এ দলকে নিজের বলে মনে করে, যেটা আমাদের আর্থিকভাবে সাহায্য করেছে। আর্থিক দিক বিবেচনায় আমরা আগের সব রেকর্ড ভেঙেছি। আমার ধারণা, এ সফর থেকে প্রায় ২০০ কোটি রুপি আয় করব, যেটা বিশাল।’

দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নতি জরুরি হয়ে উঠেছে বলে খরচের খাতও দেখিয়েছেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন ‘ক্রিকেট ও আর্থিক দিক থেকে আমরা সঠিক পথেই আছি। কিন্তু অবকাঠামোতে অনেক পিছিয়ে আছি। আমি অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। এরপরই আমরা এমন পথে হাঁটব, যেখানে তরুণদের কোচিং, অনুশীলন ও পড়াশোনায় নজর দেব।’

বিভি/এজেড

মন্তব্য করুন: