শ্রীলঙ্কা সিরিজের আগে টাইগারদের বিপদে ফেললেন মিরাজ

ডিপিএলের ম্যাচে তামিমের ক্যাচ ধরার সময় আঙুলে চোট পান মেহেদি হাসান মিরাজ।
ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন স্পিন ভরসা মিরাজ।
চলমান ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে শেখ জামাল ধানমণ্ডির হয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় মিরাজ গুরুতর আঘাত পান। ইনিংসের ১৮তম ওভারে সানজামুল ইসলামের বল স্ট্রাইকে থাকা তামিম তুলে মারেন। সেখানে ফিল্ডার মিরাজ ক্যাচ ধরতে গিয়ে ব্যথা পান আঙুলে। পরে জানা যায়, চিড় ধরেছে আঘাতের জায়গায়।
আঙুলের ইনজুরিতে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে জাতীয় দলের স্পিন অলরাউন্ডারকে। ইনজুরিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়ে। দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও রয়েছে শঙ্কা। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।
তার আঙুলের এক্স রে করার পর সামান্য চিড় ধরা পড়েছে এবং নড়ে গেছে। ওই আঙুলে ব্যান্ডেজ করে রাখা হয়েছে। পনের দিন পরে খোলা হবে এবং ইনজুরির বিষয়টি পুনরায় পর্যবেক্ষণ করা হবে।
এর আগে রবিবার (২৪ এপ্রিল) সাভারে প্রাইম ব্যাংকের বিপক্ষে ডিপিএলের সুপার লিগের ম্যাচে শেখ জামালের হয়ে খেলা মেহেদি মিরাজ ক্যাচ ধরতে গিয়ে আঙুল ফেটে রক্ত বের হয়। পরে হাতে ব্যান্ডেজ করে পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।
আগামী ১৫ মে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু করবে বাংলাদেশ। রবিবার ওই সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৬ জনের দলে ডাক পেয়েছেন মিরাজ। দুই সপ্তাহ পরে ইনজুরি থেকে ফিরলে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ম্যাচ খেলার জন্য পাঁচ-ছয় দিন সময় পাবেন মিরাজ।
আগামী ১৫ মে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর ২৩ মে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা সিরিজের আগে একের পর এক চোটে পড়ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তাসকিন আহমেদ তো চোটের কারণে প্রথম টেস্টের স্কোয়াডেই নেই। এবাদত হোসেন ও শরিফুল ইসলামের পর সর্বশেষ চোট পেয়েছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।
বিভি/এএইচ/এজেড
মন্তব্য করুন: