• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যুদ্ধ শুরুর পর প্রথমবার মাঠে নামল ইউক্রেন

প্রকাশিত: ১২:৫৩, ১২ মে ২০২২

আপডেট: ১২:৫৪, ১২ মে ২০২২

ফন্ট সাইজ
যুদ্ধ শুরুর পর প্রথমবার মাঠে নামল ইউক্রেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই স্থবির ইউক্রেনের জনজীবন। প্রভাব পড়েছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সহ ক্রিড়াঙ্গনেও। বাতিল হয়েছে একাধিক লীগ, ধোঁয়াশা ছিল বিশ্বকাপের বাছাই পর্ব নিয়েও।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব খেলছে দেশটি। জানা গেছে, যুদ্ধের প্রভাবে বন্ধ থাকা বিশ্বকাপের প্লে-অফ ম্যাচটি আগামী ১ জুন স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ইউক্রেন, ম্যাচটি জিতলেই কাতার বিশ্বকাপ নিশ্চিত ইউক্রেনের। 

যুদ্ধের কারনে স্থবিড় হওয়া দেশটির খেলোয়াররা প্লে-অফ ম্যাচের প্রস্তুতি স্বরুপ জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে একটি ম্যাচ খেলেছেন, ম্যাচে ইউক্রেন জার্মান এই ক্লাবকে ২-১ গোলে হারায় ইউক্রেন। 

ম্যাচ থেকে অর্জিত অর্থ ইউক্রেনে কাজ করা দাতব্য সংস্থায় প্রদান করা হবে। 

 

বিভি/এসআই

মন্তব্য করুন: