চট্টগ্রাম টেস্টে সাকিব খেলবে, জানালেন মুমিনুল

মুমিনুল হক ও সাকিব আল হাসান
সব আশঙ্কা শেষ হলো। চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলার ঘোষণা এলো। আর এই ঘোষণা দিলেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। সাকিবের খেলা ও না খেলার সংশয় আজ শনিবার (১৪ মে) সংবাদ সম্মেলনে এসে দূর করলেন মুমিনুল হক। জানিয়ে দিয়েছেন, প্রথম টেস্টে খেলবেন সাকিব।
গতকাল (শুক্রবার) রাতে হোটেলে ফেরেন সাকিব আল হাসান। আর আগে দুপুরের দিকে তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। আজ সকালে অনুশীলনেও নেমেছেন। মাঠ দেখেছেন, কথা বলেছেন কোচদের সঙ্গে।
মুমিনুল বললেন, অনুশীলনে সাকিব ভাইকে দেখে তো আমার কাছে ভালোই মনে হয়েছে’ - অনুশীলনে সাকিবকে দেখার পর নিজের উপলব্ধি জানিয়েছেন মুমিনুল। এরপর প্রথম টেস্টে সাকিবের খেলা-না খেলা প্রসঙ্গে টেস্ট অধিনায়কের কথা, ‘হ্যাঁ, তিনি খেলবেন।’
আগামীকাল রবিবার (১৫ মে) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
বিভি/এজেড
মন্তব্য করুন: