• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

সাগরিকায় টস হারলো বাংলাদেশ, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

প্রকাশিত: ১০:১৭, ১৫ মে ২০২২

ফন্ট সাইজ
সাগরিকায় টস হারলো বাংলাদেশ, ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। চট্টগ্রামের সাগরিকা খ্যাত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টা শুরু হয়েছে ম্যাচটি। ক্রিজে নামার আগে ভাগ্য পরীক্ষায় জিতেছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান সেনাপতি। ফলে চট্টগ্রাম টেস্টে শুরুতে ফিল্ডিং করছে বাংলাদেশ।

ইনজুরি থেকে ফিরে আসা শরিফুল ইসলাম একাদশে সুযোগ পেয়েছেন। রয়েছেন সাকিব আল হাসানও। আগের দিন সংবাদ সম্মেলনে টাইগার ক্যাপ্টেন মুমিনুল হক জানিয়েছিলেন সাকিবের খেলার কথা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে টি-স্পোর্টস ও জিটিভিতে। 

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ: ওশাদা ফার্দান্দো, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলা ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকয়েলা, রামেস মেন্ডিস, লাসিথ এম্বুলদেনিয়া, বিশ্ব ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।

বিভি/এজেড/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2