• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তামিম-জয়ের জুটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ১১:৩১, ১৭ মে ২০২২

ফন্ট সাইজ
তামিম-জয়ের জুটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলটা ছিল শুধুই বাংলাদেশের। তৃতীয় দিনের শুরু থেকেও আধিপত্য ধরে রেখেছে টাইগাররা। দুই ওপেনার তামিম ইকবাল খান ও মাহমুদুল হাসান জয় দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখনো কোনো বিপদ ঘটতে দেননি এ দুজন। গতকাল ১৯ ওভার ব্যাটিং করে বিনা উইকেটে ৭৬ রান তুলেছিলেন দুই ওপেনার।

আজ তৃতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে সকাল দশটায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারের খেলা শেষ হয়েছে। কোনো উইকেট না হারিয়ে ১৪০ রান তুলেছে স্বাগতিকরা। ফিফটি তুলে নিয়েছে দুই ওপেনারই। তামিম ইকবাল ৭৯ এবং মাহমুদুল হাসান জয় ৫১ রানে ক্রিজে আছেন। প্রায় দেড়শ রানের জুটি গড়েছেন দুই ওপেনার।

এর আগে দ্বিতীয় দিনের শেষ সেশনে লঙ্কানদের বিরুদ্ধে জমিয়ে লড়াই করে নিজেদের আধিপত্য দেখায় টাইগাররা। শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৩৯৭ রানে। শ্রীলঙ্কার হয়ে দারুণ ব্যাটিং করা অ্যাঞ্জেলা ম্যাথুস ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হয়ে ফিরেছেন বড় আফসোস নিয়ে। ১৯৯ রানে নাঈমের বলে আউট হন ম্যাথুস।

টাইগারদের হয়ে বল হাতে এই নাঈম হাসান ৬টি উইকেট শিকার করেছেন। সাকিব নেন ৩টি উইকেট। আর বাকি ১টি শিকার করেন তাইজুল ইসলাম।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতে ৬ উইকেট হাতে নিয়ে মাঠে নামেন অ্যাঞ্জেলা ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। আগের দিন ৯০ ওভার এবং আজ ৬৩ ওভার ব্যাটিং করেছে সফরকারীরা। সব মিলিযে বাংলাদেশের সামনে বেশ চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিলো তারা।

ম্যাথুসের ১৯৯ রান ছাড়াও দিনেশ চান্দিমাল করেন ৬৬ রান। আগেরদিন ৫৪ রান করেছিলেন কুশল মেন্ডিস। ৩৬ রানের ইনিংস খেলেছিলেন ওপেনার ওশাদা ফার্নান্দো। সর্বোচ্চ রানের জুটি ছিল ম্যাথুস-চান্দিমালের ১৩৬। কুশল মেন্ডিসকে নিয়ে ৯২ রানের জুটি গড়েন ম্যাথুস। 

বিভি/এজেড

মন্তব্য করুন: