• NEWS PORTAL

  • বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

মিরপুরে ম্যাথুস-চান্দিমাল ঝলকের পর, সাকিব-এবাদতের চমক

প্রকাশিত: ১৬:২১, ২৬ মে ২০২২

ফন্ট সাইজ
মিরপুরে ম্যাথুস-চান্দিমাল ঝলকের পর, সাকিব-এবাদতের চমক

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। তবে বল হাতে পুষিয়ে দিয়েছেন নাম্বার ওয়ান এই অলরাউন্ডার। লঙ্কানদের ব্যাটিং ইনিংসে বল হাতে তুলে নিয়েছেন ৫টি শিকার। সেই সঙ্গে আপন শক্তিতে জ্বলে উঠে ৪ ব্যাটসম্যানকে ফিরিয়েছেন এবাদত হোসেন। শেষ উইকেটটি রান আউট হওয়ায় ৫০৬ রানেই অলআউট হয়েছে সফরকারী শ্রীলঙ্কা।

সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের তৃতীয় সেশনে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৩৬৫ রান করা বাংলাদেশের সামনে লিড রয়েছে ১৪১ রানের। এই লিড সামনে নিয়ে ব্যাটিংয়ে নামবে স্বাগতিকরা।

সফরকারীদের হয়ে দারুণ ব্যাটিং করেছেন চট্টগ্রাম টেস্টে ১৯৯ রান করা অ্যাঞ্জেলা ম্যাথুস, দিনেশ চান্দিমাল ও অধিনায়ক দিমুথ করুণারত্নে। এদের মধ্যে ম্যাথুস ১৪৫ রানে অপরাজিত ছিলেন। ১২৪ রানের ইনিংস খেলে ফিরেছেন চান্দিমাল। আর ৮০ রান করেন করুণারত্নে। চান্দিমাল ও ম্যাথুস ১৯৯ রানের জুটি গড়েন।

বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৫টি এবং এবাদত হোসেন ৪টি উইকেট নেন। সাকিবের এটা ১৯তম ইনিংসে ৫ উইকেট প্রাপ্তির রেকর্ড।

বিভি/এজেড

মন্তব্য করুন: