• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আজ শেষ হচ্ছে ধনী টুর্নামেন্ট আইপিএল, চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি

প্রকাশিত: ২০:২৩, ২৯ মে ২০২২

ফন্ট সাইজ
আজ শেষ হচ্ছে ধনী টুর্নামেন্ট আইপিএল, চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি

ফাইনালে মুখোমুখি হওয়ার আগে শিরোপা নিয়ে ফটোসেশন করেছেন পান্ডিয়া ও স্যামসন

দুই মাসের লড়াই আজ শেষ হচ্ছে। ১০ দলের মধ্যে থেকে বিদায় নিয়েছে ৮টি দল। শিরোপার লড়াইয়ে নেমেছে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পনেরতম আসরের ফাইনাল চলছে। এবারের আসরের শিরোপাজয়ী দল পাবে ২০ কোটি রুপি।

রবিবার (২৯ মে) রাত সাড়ে আটটায় আহমেদাবাদের আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সঞ্জু স্যামসন ও হার্দিক পান্ডিয়ার দল। আইপিএলের প্রথম আসরের শিরোপা ঘরে তুলেছিল রাজস্থান আর এবারই প্রথম আইপিএল খেলছে গুজরাট।

প্ৰথম মৌসুমে নিজেদের হোম গ্রাউন্ডে চ্যাম্পিয়ন হতে পারলে স্বপ্ন যেন ছুঁতে পারবে গুজরাট টাইটান্স। অভিষেক মৌসুমে সকলের প্রত্যাশা ছাপিয়ে প্ৰথম দল হিসেবে প্লে অফ তারপরে ফাইনালের টিকিট অর্জন করেছে টাইটান্স বাহিনী।

অন্যদিকে, রাজস্থান রয়্যালস শ্যেন ওয়ার্ন মন্ত্রে উদ্দীপিত হয়ে ফাইনালের মঞ্চে নামছে। ২০০৮-এ প্ৰথম ফাইনাল জিতেছিল রাজস্থান। এবার দল সম্প্রসারণের পরেও প্ৰথমবার যদি রাজস্থানের হাতে ট্রফি উঠে, তার থেকে মধুর আর কী হতে পারে!

আইপিএল বিশ্বের ধনীতম ক্রিকেট লিগ। ফাইনালের মঞ্চেই টাকার ঝড় উঠবে। ফাইনালের বিজয়ী তো বতেইজ রানার্স, গোলাপি-বেগুনি টুপির মালিক, এমার্জিং প্লেয়ার, ফেয়ার প্লে পুরস্কার- একাধিক বিভাগে পুরস্কার দেওয়া হবে।

আইপিএল ফাইনালের পরে যে পুরস্কার দেওয়া হবে:

চ্যাম্পিয়ন দল: আইপিএলের বিজয়ী দল পুরস্কার মূল্য হিসাবে বিসিসিআইয়ের কাছ থেকে ২০ কোটি রুপি পাবে।

রানার্স আপ: আইপিএলে দ্বিতীয় স্থানে শেষ করার জন্য বোর্ডের তরফে ১৩ কোটি রুপি।

তৃতীয় স্থান: দ্বিতীয় কোয়ালিফায়ারে যে দল হেরেছে (আরসিবি) সেই দলের ভাগ্যে রয়েছে ৭ কোটি রুপি।

চতুর্থ স্থান: প্ৰথম এলিমিনেটরে যে দল হেরেছে (লখনৌ) সেই দল পাবে ৬.৫ কোটি রুপি।

টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় গোলাপি ক্যাপ। তাঁকে দেওয়া হবে ১৫ লক্ষ টাকার নগদ পুরস্কার। জস বাটলার এই মুহূর্তে গোলাপি ক্যাপ দখলের যুদ্ধে এগিয়ে রয়েছে।

যে বোলার আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি তাঁকে দেওয়া হয় বেগুনি ক্যাপ। বোর্ডের তরফে মেলে নগদ ১৫ লক্ষ টাকা। এই মুহূর্তে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল বেগুনি ক্যাপ দখলে সবথেকে এগিয়ে রয়েছে।

আইপিএল এমার্জিং প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট: টুর্নামেন্টের উঠতি তারকাকে দেওয়া হয় নগদ ২০ লক্ষ টাকা।

টুর্নামেন্টে সবথেকে বেশি ছক্কা হাঁকানো তারকাকে দেওয়া হয় ম্যাক্সিমাম সিক্সেস এওয়ার্ড। মেলে নগদ ১২ লক্ষ টাকা।

গেম চেঞ্জার অফ দ্য সিজন: মৌসুমে মোড় ঘোরানো তারকাকে দেওয়া হয় গেম চেঞ্জার এওয়ার্ড। মেলে নগদ ১২ লক্ষ টাকা।

সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন: এই বিভাগে জয়ী তারকাকে দেওয়া হয় ১৫ লক্ষ টাকা।

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন: জয়ী সংশ্লিষ্ট তারকাকে দেওয়া হয় নগদ ১২ লক্ষ টাকা।

ফেয়ার প্লে এওয়ার্ড: যে দল সবথেকে বেশি ফেয়ার পয়েন্ট অর্জন করেছে, তাদের ফেয়ার প্লে এওয়ার্ড দেওয়া হয়। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2