• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ম্যারাডোনার চিকিৎসক, নার্সদের বিচার হবে

প্রকাশিত: ১৬:২২, ২৩ জুন ২০২২

ফন্ট সাইজ
ম্যারাডোনার চিকিৎসক, নার্সদের বিচার হবে

ম্যারাডোনার মৃত্যুর আগে তার সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ আটজনকে বিচারের মুখোমুখি হতে হবে বলে বুধবার (২২ জুন) আদালত এক রায় দিয়েছেন৷ তাদের বিরুদ্ধে ‘সাধারণ হত্যার' অভিযোগ আনা হয়েছে৷ খবর: রয়টার্স।

ফুটবল কিংবদন্তী ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ৷ মৃত্যুর দুই সপ্তাহ আগে মস্তিস্কে রক্ত জমাট বাঁধায় তার অস্ত্রোপচার করা হয়েছিল৷ অস্ত্রোপচার শেষে তাকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের একটি অ্যাপার্টমেন্টে রাখা হয়েছিল।

ম্যারাডোনার মৃত্যু তদন্তে আর্জেন্টিনার পাবলিক প্রসিকিউটর ২০ জন চিকিৎসা বিশেষজ্ঞের সমন্বয়ে একটি দল গঠন করেছিলেন৷ গতবছর তারা প্রতিবেদন জমা দেন৷ এতে তারা অভিযোগ করেন, ম্যারাডোনার চিকিৎসায় ‘ঘাটতি ও অনিয়ম' ছিল৷

অভিযোগে তারা বলেন, ‘ম্যারাডোনাকে উপযুক্ত জায়গায় চিকিৎসা দেওয়া গেলে তার বেঁচে থাকার ভালো সম্ভাবনা ছিল।’ এছাড়া ম্যারাডোনাকে সেবা দেওয়া ব্যক্তিরা তার মৃত্যু পর্যন্ত ‘দীর্ঘ, যন্ত্রণাদায়ক সময়ের' জন্য তাকে তার ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিলেন বলেও মনে করেন বিশেষজ্ঞরা৷

অভিযুক্ত আটজন হলেন, ম্যারাডোনার পারিবারিক চিকিৎসক নিউরোসার্জন লেওপোল্ডো লুকু, সাইকিয়াট্রিস্ট অগুস্টিনা কোসাচোভ, সাইকোলজিস্ট কার্লস ডিয়াজ ও মেডিকেল কোঅর্ডিনেটর ন্যান্সি ফোর্লিনি৷ তারা সবাই অভিযোগ অস্বীকার করেছেন৷ কোসাচোভের আইনজীবী জানিয়েছেন তারা আপিল করবেন৷

বিচার শুরুর তারিখ এখনও নির্ধারণ করা হয়নি৷ অভিযোগ প্রমাণিত হলে আট থেকে ২৫ বছর পর্যন্ত সাজা হতে পারে৷

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2