• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম টি-টোয়েন্টি

প্রকাশিত: ০৬:৪৭, ৩ জুলাই ২০২২

আপডেট: ০৬:৪৭, ৩ জুলাই ২০২২

ফন্ট সাইজ
বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম টি-টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিতে বাধা দিলো বৃষ্টি! অবশেষে পরিত্যক্ত হয়ে গেল খেলা!

ডোমিনিকার মাঠে সাকিব আল হাসানের ১৫ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসে শুরু হয়েছিল বাংলাদেশের ভিত। ৬.১ ওভারে ২ উইকেটে ৫৬ রান পেলেও ১১তম ওভারে গিয়ে ৭৭ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। এরপর নুরুল হাসানের ১৬ বলে ২৫ রানের হাত ধরে বাংলাদেশ ১০০ পার করে।

টসে হেরে ব্যাটিং নেয় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলেই ফেরেন মুনিম শাহরিয়ার। এরপর আরেক ওপেনার এনামুল ১০ বলে ১৬ রান করে এলবিডব্লু হন।

এরপর সাকিবের ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ৫ ওভারে বাংলাদেশ তোলে ৪৬ রান।

সাকিব আউট হওয়ার এক বল পর নামে বৃষ্টি। প্রায় আধঘণ্টার মতো বন্ধ থাকে খেলা। বিরতির পর প্রথম বলেই হেইডেনের বলে শূন্য রাতে ক্যাচ আউট হন আফিফ হোসেন। অধিনায়ক মাহমুদউল্লাহ ১৩ বলে ৮ রান করেন।

১৩তম ওভার শেষ হওয়ার পর আবার নামে বৃষ্টি। এরপর খেলা পরিত্যক্ত হয়।

সিরিজের পরের ম্যাচ একই ভেন্যুতে, বাংলাদেশ সময় ৩ জুলাই (রবিবার) রাত ১১-৩০ মিনিটে।

বিভি/এনএ

মন্তব্য করুন: