• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৫ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে বাংলালিংক-যমুনা ব্যাংককে সাকিবের লিগ্যাল নোটিশ

প্রকাশিত: ১৫:৪৩, ২৪ জুলাই ২০২২

আপডেট: ১৫:৪৪, ২৪ জুলাই ২০২২

ফন্ট সাইজ
৫ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে বাংলালিংক-যমুনা ব্যাংককে সাকিবের লিগ্যাল নোটিশ

৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে বাংলালিংক ও যমুনা ব্যাংককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সাকিব। চুক্তি ভঙ্গ করে ব্যবসায়িক স্বার্থে তার ছবি ব্যবহার করায় রোববার (২৩ জুলাই) সাকিব আল হাসানের পক্ষে ব্যারিস্টার আশরাফুল হাদী এ নোটিশ পাঠিয়েছেন। 

আইনজীববি ব্যারিস্টার আশরাফুল হাদী গণমাধ্যমকে বলেন, সাকিব আল হাসানের ব্র্যান্ড ইমেজ সীমিত ব্যবহারের জন্য যে চুক্তি হয়েছিল তার মেয়াদ ২০১৬ সালের ২০ জানুয়ারিতে শেষ হয়েছে। 
তারপরও বাংলালিংক এবং যমুনা ব্যাংক ব্যবসায়িক স্বার্থে তার ছবি ব্যবহার করছে যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ধারা ২৬, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৪৪ কপিরাইট আইন ২০০০ এর ধারা ৮২, দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৪০৬, ৪২০ ধারার লঙ্ঘন।

নোটিশে ক্ষতিপূরণ ছাড়াও সাকিব আল হাসানের ছবি ব্র্যান্ড, সিগনেচার সম্বলিত সব ধরনের ছবি অ্যাডভারটাইজমেন্ট এর বেআইনি প্রচার থেকে বিরত থেকে বাজার থেকে তা প্রত্যাহার করার কথা বলা হয়েছে। সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে বাংলালিংক ও যমুনা ব্যাংকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের কথা জানান এই আইনজীবি। 
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2