ফাইনাল জিতে কত টাকা পেল শ্রীলঙ্কা

রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে ১৫তম এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলংকা। ফাইনালে শ্রীলংকা ২৩ রানে হারিয়েছে পাকিস্তানকে। এই নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ষষ্ঠবার এশিয়া কাপে শিরোপা জিতলো লংকানরা। ভারত সর্বোচ্চ সাতবার শিরোপা পেয়েছিল।
ফাইনাল জিতে কতটাকা পেয়েছে শ্রীলঙ্কা। জানা গেছে, এবারের এশিয়া কাপে দুই ফাইনালিস্টের জন্য তিন লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা) প্রাইজ মানি ছিল।
চ্যাম্পিয়ন দল হিসাবে শ্রীলঙ্কা পেয়েছে ২ লাখ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা, অন্যদিকে রানার্সআপ দল হিসেবে পাকিস্তান পেয়েছে ১ লাখ মার্কিন ডলার। এর পাশাপাশি বিভিন্ন ধরনের বোনাসও উভয় দল।
বিভি/এসআই
মন্তব্য করুন: