সাবিনা-সানজিদারা ছাদ খোলা বাসে, সালাউদ্দীন কোথায়?

ইতিহাস গড়ে দেশে ফিরেছেন বাংলার মেয়েরা। প্রথমবার শিরোপা নিয়ে দেশে ফেরা মেয়েদের জন্য ছাদ খোলা বাসের ব্যবস্থা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উৎসুক জনতাও তাদেরকে সাদরে বরণ করে নিচ্ছে। বিমানবন্দর এলাকা ছিল লোকে লোকারণ্য। কিন্তু কোথাও দেখা মেলেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের।
শিরোপা জয়ী মেয়েদের বহনকারী বাসটি বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবনের দিকে অগ্রসর হচ্ছে। এই যাত্রায় মেয়েদের সঙ্গে আছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের নারী উইংয়ের প্রধান হফুজা আক্তার কিরণ। সহসভাপতিসহ অন্যান্য আরও অনেকজন উপস্থিত থাকলেও নেই সালাউদ্দিন।
জানা গেছে, বাফুফের সংবর্ধনা পরিকল্পনা অনুযায়ী বাফুফে ভবনে অবস্থান করছেন সালাউদ্দিন। সেখানেই তিনি অভিভাবক হিসেবে বরণ করে নেবেন স্বর্ণকন্যাদের। সেই লক্ষ্যে ফুলেল সজ্জা নিয়ে অপেক্ষায় আছেন তিনি।
এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, নারী দলকে সিভ করতে এয়ারপোর্টে যাবে বাফুফের নির্বাহী কমিটি। সঙ্গে থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আরো অনেকেই যাবে। আমি দলকে রিসিভ করব বাফুফে ভবনে।
বিমানবন্দরে না যাওয়ার দুটি কারণ দেখিয়েছেন কাজী সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমি যদি ওখানে যাই, তাহলে সাংবাদিকরা আমাকে নানা প্রশ্ন করবে এতে আমাদের মেয়েরা যে লাইমলাইট পেত, সেটা ভাগ হয়ে যাবে। এ কারণে আমি যাবো না। আরেকটা ব্যাপার হলো এটা প্রেসিডেন্টেরও দিন না, সেক্রেটারিরও দিন না, ভাইস প্রেসিডেন্টেরও দিন না। এটা মেয়েদের দিন। আমি চাই মেয়েরা এক্সক্লুসিভলি মিডিয়ার আদরটা পাক। ওদের এটা প্রাপ্য।
আসলেই আজকের দিনটা শুধু মেয়েদের। পুরো গণমাধ্যমের আদর পাচ্ছে শিরোপা জয়ী নারী দল।
বিভি/এজেড
মন্তব্য করুন: