বসুন টিভির সামনে, রাতে ভারত পাকিস্তান ব্রাজিল আর্জেন্টিনার জমজমাট খেলা

বিশ্বের ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য আজ বিরাট এক দিন। আজ রাতে ঘুমানোর সময় পাবেন না। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ক্রীড়াসূচি চলবে ভোর ৬টা পর্যন্ত। যদিও আন্তর্জাতিক নিয়মে কাল ছুটি পাবেন ঘুমানোর জন্য। কিন্তু দেশের নিয়মে ছুটি নাও মিলতে পারে।
চলুন দেখে আসি আজ রাতভর জমজমাট কী কী ম্যাচ রয়েছে...
সন্ধ্যা সাড়ে ৭টা- ভারত-অস্ট্রেলিয়া (তৃতীয় টি-টোয়েন্টি)
স্টার স্পোর্টস ১ ও টিস্পোর্টস
রাত ৮টা- অস্ট্রেলিয়া লিজেন্ডস-সাউথ আফ্রিকা লিজেন্ডস (রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ)
রাত ৮টা- উরুগুয়ে-ইরান (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)
রাত সাড়ে ৮টা- পাকিস্তান-ইংল্যান্ড (দ্বিতীয় টি-টোয়েন্টি)
সনি সিক্স
রাত ৯টা- বাংলাদেশ-থাইল্যান্ড (নারী বিশ্বকাপ বাছাইপর্বের সেমি ফাইনাল)
icc.tv
রাত ১০টা- জর্জিয়া-উত্তর মেসিডোনিয়া (উয়েফা নেশন্স কাপ)
সনি টেন ২
রাত সাড়ে ১২টা- ব্রাজিল-ঘানা (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)
রাত পৌনে ১টা- জার্মানি-হাঙ্গেরি (উয়েফা নেশন্স কাপ)
সনি টেন ২
রাত পৌনে ১টা- ইতালি-ইংল্যান্ড (উয়েফা নেশন্স কাপ)
সনি সিক্স
ভোর ৬টা- আর্জেন্টিনা-হন্ডুরাস (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)
ব্রাজিল-ঘানা এবং আর্জেন্টিনা-হন্ডুরাস ম্যাচ দুটি উপমহাদেশের কোনো টিভি চ্যানেল দেখাবে না। এর জন্য অবশ্য ইন্টারনেটে বিভিন্ন অনলাইনে দেখতে পারবেন। সবচেয়ে কার্যকরী লিঙ্ক হলো মধ্যপ্রাচ্যভিত্তিক ইয়ালাশট ডটকম।
বিভি/এজেড
মন্তব্য করুন: