• NEWS PORTAL

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় শীর্ষ ধনী অধিনায়ক সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ২৩ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় শীর্ষ ধনী অধিনায়ক সাকিব

বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বের শীর্ষ আট সম্পদশালী অধিনায়কদের একজন। তবে তার ঠিক ওপরে রয়েছেন ভারতের অধিনায়ক ভারতের রোহিত শর্মা।

সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছেন সিএ নলেজ এবং ক্রিকফ্যান। সেখানেই উঠে এসেছে সাকিবের সম্পদের হিসাব। যা তাকে বানিয়ে দিয়েছে দ্বিতীয় ধনী অধিনায়ক।

'সিএ নলেজ' নামের ওই সংস্থা সেলিব্রেটিদের সম্পদের হিসাব নিয়ে গবেষণা এবং তথ্য সংগ্রহ করে। তাদের প্রকাশিত তথ্যে দেখা যায়, আয়ের তালিকায় শীর্ষে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক রোহিতের সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২৪৩ কোটি টাকা বলে দাবি করেছে ওই সংস্থা।  

ভারতে রোহিতের বিপুল জনপ্রিয়তা রয়েছে। বিভিন্ন পণ্য উৎপাদনকারী ১১টি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেন তিনি। আর এ কাজ থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করেন ডানহাতি ওপেনার। তবে প্রকৃত আয়ের হিসাবে তিনি সতীর্থ বিরাট কোহলির চেয়ে পিছিয়েই থাকবেন। কিন্তু কোহলি এখন কোনো ফরম্যাটেই অধিনায়কত্ব করেন না।

'সিএ নলেজ'-এর দাবি, বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সম্পদের পরিমাণ ২২২ কোটি টাকা। খেলাধুলা থেকে বিপুল পরিমাণ আয় করেন তিনি। এর বাইরে তিনি ১২টির অধিক কোম্পানির শুভেচ্ছাদূত। এছাড়া নিজের প্রতিষ্ঠিত কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানও রয়েছে তার। এছাড়া বিনিয়োগ রয়েছে বেশকিছু ব্যবসায়।  

তালিকায় তৃতীয় স্থানে আছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তার সম্পদের পরিমাণ ১০১ কোটি টাকা। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৮১ কোটি টাকার মালিক। তার অবস্থান চার নম্বরে। ৬৫ কোটি টাকা নিয়ে পাঁচে আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপর আছেন যথাক্রমে- দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (৫০ কোটি), পাকিস্তান অধিনায়ক বাবর আজম (৪০ কোটি) এবং আফগান অধিনায়ক মোহাম্মদ নবি (১২ কোটি টাকা)।

বিভি/এইচএস

মন্তব্য করুন: