• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

চেনা রূপে ফিরেই ম্যাচসেরা সাকিব 

প্রকাশিত: ১০:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১১:২৩, ২৬ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
চেনা রূপে ফিরেই ম্যাচসেরা সাকিব 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের শুরুটা ভালো না হলেও গত দুই ম্যাচ ধরে জ্বলে উঠেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। গত ম্যাচে ৩৫ রান করার পর সোমবার (২৬ সেপ্টেম্বর) বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে অর্ধশতক করেছেন সাকিব, পাশাপাশি বল হাতেও নিয়েছেন এক উইকেট। হয়েছেন ম্যাচসেরাও।

প্রভিডেন্স স্টেডিয়ামে গায়ানার বিপক্ষে আগে ব্যাট করে ১২৫ রানে গুটিয়ে গিয়েছিল বার্বাডোজ রয়্যালস। জবাবে মাত্র ১৪ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে গায়ানা। দারুণ ফর্মে থাকা সাকিব খেলেছেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস, বল হাতে ১২ রান খরচায় নিয়েছেন একটি উইকেট। দলের এমন পারফরম্যান্সে সিপিএলে নিজেদের পঞ্চম জয়টা তুলে নিয়ে শেষ চারের আশাটাও বাঁচিয়ে রেখেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

সোমবার বল হাতে সাকিবের কিছু করার আগেই অবশ্য গায়ানা রীতিমতো চেপে ধরে বার্বাডোজকে। আগের ম্যাচে তিন উইকেট শিকার করা সাকিবকে অধিনায়ক শিমরন হেটমায়ার আক্রমণে আনেন ষষ্ঠ ওভারে, সে ওভারে এক ছক্কাসহ নয় রান হজম করেন সাকিব। এরপর অষ্টম ওভারে তিনি দেন ৩ রান। তাকে যখন আবারও আক্রমণে আনা হয় ১৮তম ওভারে, ততক্ষণে ৯ উইকেট খুইয়ে বসেছে বার্বাডোজ। তৃতীয় বলে মুজিব উর রহমানকে ফিরিয়ে বার্বাডোজের ইনিংসের সমাপ্তি টানেন সাকিব। বার্বাডোজের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন জেসন হোল্ডার।

রান তাড়া করতে নেমে চতুর্থ ওভারের মধ্যে মাত্র ১৮ রানে ২ উইকেট হারিয়ে বিপদেই পড়ে যায় সাকিবের দল। সেখান থেকে গুরবাজকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণ করেন সাকিব। এ দুজনের তৃতীয় উইকেট জুটিতে মাত্র ৭ ওভার ২ বলে আসে ৭৯ রান।

দলীয় শতরান পূরণ হওয়ার আগেই সাজঘরে ফেরেন সাকিব। তবে মাত্র ২৭ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে পাঁচ চার ও তিনটি ছয়ের মারে সাকিব করেন ৩০ বলে ৫৩ রান। এ ছাড়া গুরবাজের ব্যাট থেকে আসে ২২ রান। সাকিবের এমন ব্যাটিংয়ের সুবাদে ৩৩ বল আগেই ম্যাচ জিতে নিয়েছে গায়ানা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2