• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

শেবাগের চোখে যারা খেলবেন টি-২০ বিশ্বকাপের ফাইনাল 

প্রকাশিত: ১২:৫০, ২১ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
শেবাগের চোখে যারা খেলবেন টি-২০ বিশ্বকাপের ফাইনাল 

বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে টানটান উত্তেজনা। কোনদল খেলবে বিশ্বকাপ? চলছে গণনা, চুলচেরা বিশ্লেষণ। এই কাতারে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটাররাও। 

এবার ফাইনালিস্ট দল নিয়ে মন্তব্যের ঘরে নাম লেখালেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ। এবারের টি-২০ বিশ্বকাপে কোন দুটি দল ফাইনালে উঠতে পারে এই সম্পর্কে ক্রিকবাজের আলোচনায় সেই সম্পর্কে নিজের ধারণা স্পষ্ট করলেন।

শেহবাগ বলেন, নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানো সহজ হবে না। তাই অজিদের টি-২০ বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাই বেশি। 

অন্যদিকে, ভারসাম্যপূর্ণ ভারতীয় দলকেও ফাইনালে দেখছেন শেবাগ। কারণ অস্ট্রেলিয়ায় প্রচুর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ভারতের। তাই শেবাগের ধারণামতে টি-২০ বিশ্বকাপ খেলবেন ভারত-অস্ট্রেলিয়া। 

শেহবাগ বলেন, “অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে। ঘরের মাঠে ওদের হারানো অত্যন্ত কঠিন। ভারত অপর দল হিসেবে ফাইনালে উঠবে। ভারতীয় দলে ভারসাম্য রয়েছে। তাছাড়া ওদের অস্ট্রেলিয়ায় খেলার পর্যাপ্ত অভিজ্ঞতাও রয়েছে।”
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2