• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাকিবের কথার উল্টো সুর দ্রাবিড়ের কণ্ঠে

প্রকাশিত: ২০:১১, ১ নভেম্বর ২০২২

আপডেট: ২০:২৩, ১ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
সাকিবের কথার উল্টো সুর দ্রাবিড়ের কণ্ঠে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হওয়ার আগে টাইগার সেনাপতি সাকিব আল হাসান জানিয়েছেন, ভারতকে হারালে সেটা হবে অঘটন। কিন্তু সাকিবের কথার উল্টো সুর ভারতের প্রধান কোচ ও সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের কণ্ঠে। দ্রাবিড় বলেছেন,‘বর্তমান বাংলাদেশ খুবই ভালো দল। আমরা তাদেরকে অনেক সমীহ করি।’

আগামীকাল বুধবার (২ নভেম্বর) নিজেদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে সাকিব জানালেন, ভারতের বিপক্ষে বাংলাদেশ জিতলে সেটা আপসেট হিসেবেই গণ্য হবে।

বাংলাদেশের পরবর্তী দুইটি ম্যাচ ভারত ও পাকিস্তানের সঙ্গে। এই দুই ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পরবর্তী লক্ষ্য দুইটা ম্যাচ খুব ভালোভাবে খেলা। দুইটা ম্যাচের কোনোটা যদি জিততে পারি সেটা আপসেট হিসেবেই গণ্য হবে। সেই আপসেট টা যদি করতে পারি আমরা খুশি হবো। না করতে পারলেও অবশ্য খুব বেশি কিছু বলার নেই। কাগজে কলমের কথা ভাবলে দুই দলই আমাদের চেয়ে বেশ ভালো।’

তবে সাকিবের এমন ভাবনার সাথে একমত নন রাহুল দ্রাবিড়। বাংলাদেশকে খুব ভালো দল বলেই সমীহ করছেন তিনি। চলমান বিশ্বকাপে যে কোনো কিছু হতে পারে বলে মনে করিয়ে দিলেন কিংবদন্তি সাবেক এই ক্রিকেটার। দ্রাবিড় বলেন, ‘আমরা তাদেরকে অনেক সম্মান করি। তারা খুবই ভালো দল। এই ফরম্যাট, এই বিশ্বকাপ আমাদের দেখিয়েছে যে আপনি কোনো দলকেই হালকাভাবে নিতে পারবেন না। আয়ারল্যান্ড-ইংল্যান্ড ম্যাচে যেমন, এমন উদাহরণ বেশ কয়েকটা আছে এবারের আসরে।’

দ্রাবিড় যোগ করেন, ‘ফ্যাক্ট হচ্ছে, এটা অনেক সংক্ষিপ্ত ফরম্যাট। এখানে জয়-পরাজয়ের ব্যবধান বেশিরভাগ ক্ষেত্রে ১২-১৫ রানের হয় যা কেবল ২ টা হিটের দূরত্ব! এটা এমন এক ফরম্যাট যেখানে বলা মুশকিল কারা পরিষ্কারভাবে ফেভারিট। তাছাড়া কন্ডিশন দুই দলের মধ্যে প্লেয়িং ফিল্ডে সাম্যতা এনেছে ভালোভাবেই। বাউন্ডারি বেশ বড়, উপমহাদেশে যেই শটে আপনি ছক্কা পেতে পারেন সেই শটে এখানে আউট হতে হচ্ছে। তো সবকিছু বিবেচনায় আনলে আবহাওয়া বাদে এই টুর্নামেন্ট দারুণ হচ্ছে।’

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2