ইকুয়েডরের শুভ সূচনার দিনে কাতারের লজ্জার রেকর্ড

কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দারুণ জয় পেয়েছে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। স্বাগতিক কাতারকে ২-০ গোলে এগিয়ে শুভ সূচনা করেছে গুস্তাভো আলফারোর শিষ্যরা। দুটি গোলই এসেছে ইকুয়েডরের সেনাপতি ইনার ভ্যালেন্সিয়া। আর এই ম্যাচ দিয়ে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে কাতার। কেননা বিশ্বকাপের ৯২ বছরে কখনো উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা হারেনি।
‘এ’ গ্রুপের ম্যাচে রাত দশটায় কাতারের আল খোর রাজ্যের আল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হয় কাতার ও ইকুয়েডর। র্যাংকিং, শক্তি ও অভিজ্ঞতা সব দিক থেকেই এগিয়ে ছিল ইকুয়েডর। ম্যাচের আগেও ইকুয়েডরের দিকেই জয়ের পাল্লা ভারী ছিল।
ম্যাচের শুরুতে তিন মিনিটের মাথায় ভ্যালেন্সিয়ার গোলে উৎসবে মেতে ওঠে পুরো স্টেডিয়াম। কিন্তু রিভিউতে অফসাইড ধরা পড়ায় বাতিল হয় গোলটি। তবে গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ১৬ মিনিটে পেনাল্টি কিক থেকে গোল আদায় করে নেন।
ডি বক্সের মধ্যে ফাউলের শিকার হওয়ায় এই সুবিধা পায় ইকুয়েডর। অন্যদিকে শাস্তি স্বরূপ গোল হজম করে এশিয়ার চ্যাম্পিয়নরা। ৩১ মিনিটে আবারও কাতারের জালে বল পাঠান ভ্যালেন্সিয়া। বিরতির আগেই স্কোর লাইন ২-০ গড়ে ফেলে ইকুয়েডর।
বিরতি থেকে ফিরে বারবার আক্রমণ করেও গোলের দেখা পায়নি দুদলের কেউই। সব মিলিয়ে ২-০ স্কোর লাইনেই বেজে যায় রেফারির শেষ বাঁশি। হাসি মুখে মাঠ ছাড়ে ইকুয়েডর। আর অবনত মস্তকে ধীরে ধীরে ডাগ আউটে যায় ফেলিক্স সানচেজের শিষ্যরা।
এই ম্যাচে বিরাট একটি রেকর্ড গড়েছেন ইকুয়েডরের দলনায়ক ইনার ভ্যালেন্সিয়া। ইকুয়েডরের ইতিহাসে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন তিনি। ৭৫ ম্যাচে তার গোলের সংখ্যা ৩৭। এ ম্যাচের আগে ৩৫টি গোল করে অগাস্টিন দেলগাডোর সঙ্গে সমানভাবে শীর্ষে ছিলেন ভ্যালেন্সিয়া। আজ থেকে এই আসন শুধুই তার।
বিভি/এজেড
মন্তব্য করুন: