• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ব্রাজিলের খেলা মোবাইলে দেখবেন যেভাবে

প্রকাশিত: ১১:৪৭, ২৪ নভেম্বর ২০২২

আপডেট: ১১:৪৮, ২৪ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
ব্রাজিলের খেলা মোবাইলে দেখবেন যেভাবে

সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আসরের হট ফেভারিট ব্রাজিলের বিশ্বকাপ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ১টায় দোহায় লুসাইল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে। প্রিয় দলের খেলাটি টেলিভিশনের পাশাপাশি মোবাইলে ও  অনলাইনেও উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।

বাংলাদেশের ফুটবলপাগলদের কথা মাথায় রেখে বিশ্বকাপ ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয় দেশের তিনটি টেলিভিশন চ্যানেল। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জি টিভি) এবং দেশের একমাত্র খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে আলবিসেলেস্তেদের খেলাও।

এছাড়া অনলাইনেও দেখা যাবে ম্যাচটি। এ জন্য মোবাইল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বাংলাদেশভিত্তিক অ্যাপ টফি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে উপভোগ করা যাবে ব্রাজিল-সার্বিয়া ম্যাচ।

বিশ্বকাপসহ আন্তর্জাতিক ফুটবলে এরআগে দু'দল দু’বার মুখোমুখি হয়েছে। সেখানে দুটি ম্যাচেই জয় ব্রাজিলের।  

বিভি/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2