• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রোনালদোর বিশ্বকাপ মিশন শুরু, পর্তুগাল-ঘানা ম্যাচ দেখুন সরাসরি

প্রকাশিত: ২১:৪৭, ২৪ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
রোনালদোর বিশ্বকাপ মিশন শুরু, পর্তুগাল-ঘানা ম্যাচ দেখুন সরাসরি

কাতার বিশ্বকাপের অভিযান শুরু করেছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। খাতা কলমে দুর্বল প্রতিপক্ষ ঘানার বিরুদ্ধে বিশ্বকাপ যাত্রা শুরু করছে পর্তুগাল।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) গ্রুপ-এইচের দ্বিতীয় ম্যাচে রাত ১০টায় মুখোমুখি হচ্ছে রোনালদো-ব্রুনোরা। এবারই হয়তো শেষ বিশ্বকাপে খেলতে চলেছেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো।

বিশ্বকাপে খেলতে আসার ঠিক আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফুটবল মহলে শোরগোল ফেলে দিয়েছিলেন সিআর সেভেন। সদ্য ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন রোনালদোও। ক্লাব ক্যারিয়ার নিয়ে রীতিমতো টালমাটাল চললেও, রোনালদো সেই সব নিয়ে ভাবছেন না। তার ফোকাসে বিশ্বকাপ।

খাতায় কলমে দুর্বল প্রতিপক্ষ ঘানার বিরুদ্ধে নামলেও পর্তুগালের সতর্ক থাকা উচিত। কারণ, এ বারের বিশ্বকাপ ইতোমধ্যেই অঘটন ঘটানো শুরু করে দিয়েছে। 

এখানে ক্লিক করে পর্তুগাল-ঘানা ম্যাচ দেখুন সরাসরি

বিশ্বকাপে আফ্রিকান প্রতিপক্ষের সঙ্গে পাঁচবার খেলেছে পর্তুগাল। এরমধ্যে ৩টি জয় পেয়েছে তারা। একমাত্র হারটি ১৯৮৬ সালে মরক্কোর বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হারে তারা।

বিভি/এজেড

মন্তব্য করুন: