• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জ্বালার ওপর বিষফোঁড়া, আবারও অসুস্থ নেইমার

প্রকাশিত: ২১:৪৬, ২৯ নভেম্বর ২০২২

আপডেট: ২২:০৫, ২৯ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
জ্বালার ওপর বিষফোঁড়া, আবারও অসুস্থ নেইমার

বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে চোটে পড়ে গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি নেইমার। তাকে নিয়ে এবার নতুন দুশ্চিন্তায় ব্রাজিল। জ্বর ও মাথাব্যাথা থাকায় সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মাঠে যেয়ে দেখতে পারেননি। হোটেলে বসেই দেখেছেন ম্যাচটা।  

ডাক্তার জানিয়েছেন, নেইমার অসুস্থ হয়ে পড়েছেন, মাথাব্যথাও ছিলো তার। ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়র জানান, ‘নেইমার হোটেল রুমে ছিলেন, তার জ্বর হয়েছে। আমরা সবাই তার পাশে আছি। সে যেন শিগগিরই চোট আর এই অসুস্থতা কাটিয়ে উঠতে পারে, এই কামনাই করছি।’ 

আরও পড়ুন: 

 

হোটেলে বসেই ক্যাসেমিরোর গোলে সুইজারল্যান্ডের বিপক্ষে দলকে জিততে দেখেছেন নেইমার। দেখেছেন দলকে শেষ ষোলো নিশ্চিত করতে। ম্যাচ শেষে টুইট করেন, ক্যাসেমিরোই বিশ্বের সেরা মিডফিল্ডার। তিনি লেখেন, ‘দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে ধরে রেখেছে ক্যাসেমিরো।’

ম্যাচ শেষে নেইমারের অনুপস্থিতি নিয়ে কথা বলেন কোচ তিতে। তিনি বলেন, ম্যাচ জিতেও নেইমারকে মিস করেছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপে নেইমারকে ছাড়া এটি আমাদের প্রথম ম্যাচ ছিলো। আপনাদের মতে সুইজারল্যান্ড ম্যাচের তারকা ক্যাসেমিরো। কিন্তু আমার মতে এটা ছিলো দলীয় সাফল্য। তবে অস্বীকার করবো না আমরা নেইমারকে মিস করেছি। তার ড্রিবলিং, পাস, গোল করার সক্ষমতা সব কিছুই।’

আরও পড়ুন: 

 

সূত্র: বিইসকার

বিভি/এমআর

মন্তব্য করুন: