• NEWS PORTAL

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

রোনালদোর নাম থেকে গোল বাদ দেওয়ার কারণ জানালো ফিফা

প্রকাশিত: ২২:৪৯, ২৯ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
রোনালদোর নাম থেকে গোল বাদ দেওয়ার কারণ জানালো ফিফা

বিশ্বকাপের গোল মানেই ভাগ্যের ব্যাপার। কিন্তু গোল করার পরও যদিও সেটা অন্যের নামে যায় তাহলে কেমন লাগে? সেটা জানতে হলে যেতে হবে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। কেননা তার গোল নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

অবশেষে ফিফা বিশ্বকাপের বল প্রস্তুতকারী অ্যাডিডাসের সহায়তা নিয়ে অফিসিয়ালি বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছেন, এই গোল রোনালদোর নয় বরং ব্রুনো ফের্নান্দেসের। সোমবার রাতে উরুগুয়ের বিরুদ্ধে গোলটি আসে।

মঙ্গলবার ইএসপিএনকে দেওয়া এক বিবৃতিতে অ্যাডিডাসের পক্ষ থেকে ফিফা জানায়, ‘পর্তুগাল ও উরুগুয়ের মধ্যকার ম্যাচে অ্যাডিডাসের তৈরি করা অফিসিয়াল বল আল-রিহলাতে বল-কানেক্টেড প্রযুক্তি ব্যবহার করে আমরা দেখতে সক্ষম হয়েছি যে উদ্বোধনী গোলে ক্রিস্টিয়ানো রোনালদোর কোনো সংযোগ ছিল না। ’

উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পর্তুগাল প্রথমবার জালের দেখা পেতেই উল্লাসে মাতেন রোনালদো। করেন চিরচেনা সেই উদযাপনও। প্রথমে গোলটি তার নামে দেয় ফিফা। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে দেয় ব্রুনো ফের্নান্দেসের নামে। সেই ম্যাচে শেষদিকে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন ইউনাইটেডের এই মিডফিল্ডার। দলকে জেতান ২-০ ব্যবধানে।  

বিভি/এজেড

মন্তব্য করুন: