• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সাপোর্ট ছাড়লেন তরুণ (ভিডিও)

প্রকাশিত: ২১:০৫, ১০ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সাপোর্ট ছাড়লেন তরুণ (ভিডিও)

ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে হেক্সা শিরোপা মিশনের আরেকটি ব্যর্থ অধ্যায় শেষ করেছে ব্রাজিল। আর ব্রাজিলের এই হারে ফুটবলারদের মতো মনে কষ্ট পেয়েছেন সমর্থক ও ভক্তরাও। তাই তো তাদের হেরে যাওয়া ম্যাচ শেষে ঘটেছে একাধিক আলোচিত ঘটনা।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে যাওয়ায় দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেছেন এক তরুণ। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। ওই ব্রাজিল সমর্থকের নাম সৌরভ। তিনি কাকিনা উত্তরবাংলা কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র।    

শনিবার (১০ ডিসেম্বর) সকালে সেই ভিডিও আর্জেন্টিনার সমর্থকরা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। মনের দুঃখে রাতেই এক বালতি দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেন। সৌরভের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষা শহরে। 

জানা যায়, ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক ছিল সৌরভ। বিশ্বকাপ ফুটবল এলেই ব্রাজিল প্রতি অগাধ ভালোবাসায় বাড়িতে ব্রাজিল পতাকা, গায়ে জার্সি পরে এলাকায় ঘুরতেন। প্রিয় দলের সমর্থকদের বিভিন্নভাবে উৎসাহ যোগাতেন। শুক্রবার রাতে তার ব্যতিক্রম ছিল না। কাঙ্ক্ষিত দল জিতবে বলে ব্রাজিল খেলা দেখতে প্রজেক্টরের সামনে বসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রিয় দল হেরে যাওয়ায় আশাহত হয়ে রাতে সবার সামনে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থন ত্যাগ করেন।

সৌরভ জানান, ছোট থেকে ব্রাজিল সাপোর্ট করে আসছি। মনে প্রাণে ব্রাজিল ভালোবাসি। এবারও বিশ্বাস ছিল তারাই বিশ্বকাপ জিতবে। কিন্তু এভাবে হেরে যাবে ভাবতে পারছি না। বড় দলের সাপোর্টার হয়ে প্রতিবারেই লজ্জায় পড়েছি। তাই সিদ্ধান্ত নিলাম যতদিন বেঁচে থাকব আর কখনও ব্রাজিল সাপোর্ট করব না।

 

৩ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে এ নিয়ে এলাকায় ফুটবলপ্রেমীদের মাঝে সমালোচনার ঝড় ওঠে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2