• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বিপিএলের প্রথম ম্যাচে শোচনীয় অবস্থায় চট্টগ্রাম

প্রকাশিত: ১৪:৫০, ৬ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
বিপিএলের প্রথম ম্যাচে শোচনীয় অবস্থায় চট্টগ্রাম

বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। টসে জিতে ফিল্ডিং বেছে নেয় সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ ১০ ওভারে চার উইকেট হারিয়ে ৪৫ রান।    

এবারের আসরে ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় চলবে প্রথম পর্বের খেলা। এরপর দুদিন বিরতির পর ১৩ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। সেখানে খেলা শেষ হবে ২০ জানুয়ারি।

পরে দুদিনের জন্য ফের ঢাকায় ফিরবে বিপিএল। পরে ২৩ ও ২৪ জানুয়ারি খেলা শেষে ২৭ জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্বের খেলা। সেখানে খেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। সবশেষ বিপিএলের বাকি সবগুলো ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে।

এছাড়া এলিমিনেটর ও ১ম কোয়ালিফায়ারের পরদিন রিজার্ভ ডে এবং ২য় কোয়ালিফায়ার ও ফাইনালের পরদিন রিজার্ভ ডে রাখা হয়েছে।
এ আসরে মোট সাতটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিয়েছে। দলগুলো হলো- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ঢাকা ডমিনেটরস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল।
 

বিভি/এসআই

মন্তব্য করুন: